২১ডিসেম্বর ২০২৪ নোয়াখালী চাটখিল উপজেলা ৩নং পরকোট ইউনিয়ন দশঘরিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে এক বিশাল কর্মি সম্মেলন।উক্ত সম্মেলনে প্রদান অথিতি হিসেবে আলোচনা করলেন কেন্দ্রীয় মজলিসে সুরা সদেস্য ও বাংলাদেশ জামায়াত ইসলামের নায়েবে আমিন (মাও)নিজাম উদ্দিন ফারুক। আরো বক্তব্য দেন জামায়েত ইসলামির সহকারী সেক্রেটারি (মাও)দেলোয়ার হোসেন সাহেব। আরো বক্তব্য পেরন করেন বাংলাদেশ জামায়াত ইসলামের নায়েবে আমিন (মাও)মহিউদ্দিন হাছান। উক্ত সম্মেলনে অংশ গ্রহণ করেন বাংলাদেশ জামায়াত ইসলামের হাজার হাজার কর্মিগন।তাদের সবার একটাই স্লোগান হচ্ছে নারে তাকবির আল্লাহু আকবার (মাও)নিজাম উদ্দিন বলেন যে যতো যাই কিছু হয়ে যাকনা কেন তারা বাংলাদেশের মুসলিম ভাই-বোনদের কোনো বিপদ হতে দিবে না। উনি আরো বলেন যে এতদিন বাংলাদেশের মুসলিম অনেক নির্যাতনের শিকার হয়েছে তিনি বলেন যে বাংলাদেশ জামায়াত ইসলাম যতদিন এই বাংলাদেশ দেশে আছে ততদিন বাংলাদেশ কে কাফের ও ইন্ডিয়ান সনাতনীর হাত থেকে রক্ষা করে যাবে। আরো বাংলাদেশ জামায়াত ইসলামের কর্মি গনেরা নানানরকম বক্তব্য পেশ করেন।