নড়াইলের লোহাগড়ার কালনা সড়কে ট্রাকের ধাক্কায় এক মটরসাইকেল আরোহীর মৃত্যুর ঘটনা ঘটেছে।
৩০ জুলাই, বুধবার সন্ধায় নড়াইল কালনা সড়কে লোহাগড়া কালনার নিকটবর্তী এলাকায় একটি ট্রাক বেপরোয়া গতিতে বিপরীতমুখী একটি মটরসাইকেলকে ধাক্কা দিলে মটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং মটরসাইকেল চালক চাকায় পিষ্ঠ হন।
দূর্ঘটনায় মূমুর্ষ অবস্থায় মটরনাইকেল চালক মারা যান। জানাগেছে নিহত মটরসাইকেল চালকের নাম মোস্তাফিজুর রহমান ও গ্রামের বাড়ি কালিয়া উপজেলাতে। তিনি লোহাগড়ার একটি পেট্রোলপাম্পের ম্যানেজার হিসাবে দ্বায়িত্বে ছিলেন। দূর্ঘটনার পর পরই স্থানীয় পথচারীরা তাকে উদ্ধার করেন এবং লোহাগড়া পুলিশের সহযোগীতায় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের টিম এসে মরদেহ ও ক্ষতিগ্রস্থ্য মটরসাইকেলটি জব্দ করেন।