নড়াইলে মুরগীবাহী পিকআপ ভ্যান ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন মারাত্বক জখম।
১৫ জুলাই রাত ১০টার সময় মঙ্গলবার নড়াইল শহরের পুরাতন টার্মিনাল কাঁচাবাজার এলাকায় মুরগীবাহী একটি পিকআপ ভ্যান দ্রুতগতিতে এসে বিপরীত দিক থেকে আসা একটি মটরসাইকেলকে সজোরে ধাক্কা দিলে মটরসাইকেলের দুই আরোহী ছিঁটকে গিয়ে পড়ে মারাত্বকভাবে জখম হয়ে আহত হন। তাখক্ষনিকভাবে স্থানীয় পথচারী ও পুলিশ আহত দুইজনকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যান। এসময় উত্তেজিত জনতা শহরের জনবহুল এলাকায় বেপরোয়া গতিতে চালানো ও মটরসাইকেলকে চাপা দেয়ার কারনে মুরগীবাহী পিকআপটি ভাংচুর করেন ও ড্রাইভারকে গনপিটুনি দেন। পরবর্তিতে দ্বায়িত্বরত পুলিশ ও কয়েকজন পথচারীদের সহযোগীতায় বিক্ষুব্ধ জনতাকে শান্ত করে পিকআপভ্যানের ড্রাইভারকে উদ্ধার করে পিকআপ সহ সদর থানায় নিয়ে যাওয়া হয়৷
তাৎক্ষনিকভাবে আহত দুই মটরসাইকেল আরোহীর পরিচয় পাওয়া যায়নি।