গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসু সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন,
দশমিনাতে এখন একটা সুযোগ আসছে কাউকে পছন্দ না হলেই ফ্যাসিবাদের দোসর ও আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে তাকে হয়রানি করা হচ্ছে।
গতকাল বুধবার বিকেলে দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত পথসভায় একথা বলেন ।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন গণঅধিকার পরিষদের আহ্বায়ক মোঃ মফিজুর রহমান মাফুজ ও সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব ইমরান হাওলাদার।
পথসভায় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন
মিজানুর রহমান হাওলাদার ও প্রধান বক্তা হিসেবে ছিলেন আলতাফ হোসেন আকন।
সভার প্রধান অতিথি ভিপি নুর বলেন, দশমিনার লালচর এই চড় ফাতেমায় ভূমিদস্যুদের উৎপাতে নিরীহ কৃষকরা আজকে বর্জ্যদোস্ত।
এখন তরমুজের সিজন তাদের এই জমি জমা রাজনৈতিক প্রভাব খাটিয়ে একদল দালাল ওই চড় দখল করেছে, মানুষকে হয়রানি করছে, এমনকি এখন একটা সুযোগ পাইছে যারে পছন্দ হয় না, যারা এটার বিপরীত করে তাকে ফ্যাসিবাদের দোসর সে আওয়ামী লীগ করে এই ট্যাগ দিয়ে অপবাদ দিয়ে হয়রানি করে। সেদিন থানার ওসিকে বলেছিলাম এ সমস্ত অন্যায় অনিয়ম করে গ্রেফতার করা যাবে না। নিরীহ মানুষকে হয়রানি করা যাবে না আপনারা কোন রাজনৈতিক নেতাদের নির্দেশে কাজ করতে পারেন না। আপনাদের কে জনগণের জন্য কাজ করতে হবে। এই জুলাই গণঅভ্যুত্থানে এদেশের কৃষক শ্রমিক সাধারণ মানুষ আন্দোলন সংগ্রাম করে বিগত সরকারের পতন ঘটিয়েছে, তাদের আকাঙ্ক্ষার একটি সরকার এবং তার আকাঙ্ক্ষার একটি বাংলাদেশ বাস্তবায়ন করার জন্য সেই বাংলাদেশে ধনী-গরিব প্রত্যেকটি নাগরিকের আইনের সুযোগ সুবিধার অধিকার থাকবে স্বাস্থ্য শিক্ষার অধিকার থাকবে অন্যায় ভাবে রাষ্ট্রের ধারা রাজনৈতিকদের ধারা প্রশাসনের ধারা হয়রানির শিকার হতে হবে না।
কাজেই আপনারা নিরীহভাবে অন্যায় ভাবে মানুষকে হয়রানি করতে পারবেন না। কিন্তু কিছু নিরীহ মানুষকে মামলা হামলা দিয়েছে একদল মানুষ আবার মামলা -বাণিজ্য করতেছে আবার বলে টাকা-পয়সা না দিলে কিন্তু ধরাইয়া দিমু।
তিনি আরো বলেন, আগামী নির্বাচনে গণঅধিকার পরিষদের ট্রাক মার্কার পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, এই নির্বাচন শুধু একটি আসনের লড়াই নয়, এটি দেশের ভবিষ্যৎ নির্ধারণের লড়াই।
এ পথসভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা গণঅধিকারের পরিষদের আহ্বায়ক লিয়ার হোসেন ও সদস্য সচিব মিলন মাতব্বর, আব্দুস সালাম ।
যুব অধিকার পরিষদের আহ্বায়ক কে এম ইমরান শাহীন, রফিক মহলাদার, শহিদুল ইসলাম, ফিরোজ হোসেন ,
ছাত্র অধিকার পরিষদের সভাপতি মাসুদুর রহমান ও দপ্তর সম্পাদক মোঃ হাসান মাহামুদসহ
গনঅধিকার পরিষদের সহযোগী সকল সংগঠনের নেতাকর্মীরা।
স্থানীয় জনতার বিপুল উপস্থিতিতে পুরো পথসভা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।