পঞ্চগড় জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নে সম্প্রতি ছাত্রলীগের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে, তবে নিষেধাজ্ঞা অমান্য করেই খোলা মাঠে এ সভাটি অনুষ্ঠিত হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ছাত্রলীগ নেতাকর্মীরা এ সভায় অংশগ্রহণ করেন। সভায় সংগঠনের সাংগঠনিক দিক, ভবিষ্যৎ পরিকল্পনা এবং ইউনিয়ন পর্যায়ে নেতৃত্ব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সভায় বক্তৃতা রাখেন স্থানীয় ছাত্রলীগের সক্রিয় কর্মীরা। তাঁরা সংগঠনকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কলে যুক্ত হয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সন্তান সাদ্দাম হোসেন। সভায় সভাপতিত্ব করেন কারাবরণকারী নেতা, IUBAT-এর শিক্ষার্থী ও সাবেক ছাত্রলীগ নেতা মোঃ আল মামুন। আয়োজনটি সঞ্চালনা করেন মোঃ শামীম হোসেন—সাধারণ সম্পাদক, ১নং ওয়ার্ড। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরিফুল ইসলাম শামীম, বাংলাদেশ ছাত্রলীগ পঞ্চগড় জেলা শাখা। এতে এলাকাবাসীর অনেকে বলছেন, নিষিদ্ধ ঘোষণার পরও এমন সভা সংগঠনের ক্ষেত্রে প্রশাসনের আরও তৎপর হওয়া প্রয়োজন।