পটুয়াখালী সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের বল্লভপুর গ্রামে আব্দুর রাজ্জাক মাদবরসহ সাতজনকে কুপিয়ে রক্তাক্ত জখমের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। অভিযুক্ত জব্বার মাদবর, কবির মাদবর ও হেলাল মাদবরদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা এক মানববন্ধনের আয়োজন করেছেন।
রবিবার (২৩ ফেব্রুয়ারী) কালিকাপুর ইউনিয়নের সচেতন মহলের আয়োজনে পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অর্ধ শতাধিক নারী-পুরুষ অংশ নেন এবং প্রশাসনের দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানান। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত জব্বার মাদবর কালিকাপুর ইউনিয়নের সাবেক যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি খুন, ডাকাতি ও চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামি। তার নেতৃত্বে একটি কুখ্যাত সন্ত্রাসী বাহিনী এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, “আমাদের গ্রামে প্রতিনিয়ত অপরাধমূলক কর্মকাণ্ড ঘটছে, কিন্তু প্রশাসন নিরব দর্শকের ভূমিকা পালন করছে। আমরা দ্রুত অপরাধীদের গ্রেফতার ও কঠোর শাস্তি চাই।” ভুক্তভোগী পরিবারের এক সদস্য জানান, “আমাদের নিরাপত্তা নেই। জব্বার গংদের হাতে আমরা জিম্মি। তারা প্রকাশ্যে সন্ত্রাস চালালেও আইনের আওতায় আসছে না। আমরা প্রধানমন্ত্রী ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।” এ বিষয়ে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে। অপরাধীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।”