পটুয়াখালী জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক এর আগমন উপলক্ষে দুমকী উপজেলা বিএনপির-কাউন্সিলর ডেলিগেটদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার (৯ জুলাই) বিকেল ৪ টায় দুমকী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান এর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ সাইফুল আলম মৃধা’র সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপি’র নবনির্বাচিত সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ মজিবুর রহমান টোটন। পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মোস্তাক আহমেদ পিনু। পটুয়াখালী যুবদলের সাবেক সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন খান নান্নু। পটুয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি বশির আহমেদ মৃধা। পটুয়াখালী জেলা যুবদলের সাবেক সভাপতি মনিরুল ইসলাম লিটন। পটুয়াখালী জেলা ছাত্রদলের আহবায়ক সামিম আহমেদ চৌধুরী। দুমকী উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ বাহাউদ্দিন বাহার। পটুয়াখালী সদর উপজেলা বিএনপির সভাপতি কাজী মাহবুব হোসেন। পটুয়াখালী পৌর বিএনপি’র সভাপতি মোঃ কামাল হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন লেবুখালী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম। মুরাদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ তরিকুল ইসলাম তারেক খান। শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক খলিলুর রহমান জমাদ্দার, দুমকী উপজেলা যুবদলের আহবায়ক জসীম উদ্দিন। দুমকী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ অহিদুল হক, সদস্য সচিব মাসুদ আলম মৃধা। দুমকী উপজেলা কৃষকদলের সভাপতি জাহাঙ্গীর হোসেন। সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম। দুমকী উপজেলা মহিলা দলের সভানেত্রী আমেনা বেগম। দুমকী উপজেলা শ্রমিকদলের সাধারন সম্পাদক ফারুক হোসেন মৃধা। দুমকী উপজেলা তাঁতী দলের আহবায়ক মাসুদ হাসান সরদার। দুমকী উপজেলা
মৎসজীবি দলের সভাপতি মোঃ হাবিবুর রহমান,দুমকি উপজেলা ছাত্রদলের আহবায়ক চাকলাদার গোলাম সরোয়ার। সদস্য সচিব মোঃ সুমন শরীফ। সরকারী জনতা কলেজ ছাত্রদলের আহবায়ক আরিফ হোসেন আরাফাত।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা সংগঠনকে আরও শক্তিশালী ও জনসম্পৃক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন। নবনির্বাচিত জেলা নেতৃত্বকে স্বাগত জানিয়ে কর্মীরা বলেন, এ নেতৃত্বে দলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে।