1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
পুরান ঢাকার মিটফোর্ডে নৃশংস হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল মিটফোর্ডে নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে মোংলায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত ঝালকাঠিতে গোয়েন্দা পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১ মিডফোর্ডে হত্যাকান্ড ধর্ষন হত্যা চাঁদাবাজ প্রতিবাদে বিক্ষোভ মিছিল চাঁদপুর জেলা পুলিশ কর্তৃক ২৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৩ জন ও পরোয়ানাভুক্ত ০১ জন আসামী গ্রেফতার ‎সাউদার্ন নিট ওয়্যারে শ্রমিক বিক্ষোভ: পুনর্বহাল ও পদত্যাগ দাবিতে উত্তাল কালিয়াকৈর শরীয়তপুরের ভেদেরগঞ্জ উপজেলা সখিপুর থানাধীন। চর কুমারিয়া থেকে ২০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার মুলাদীতে সোহাগ হত্যার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন সাধারণ জনগণ হিলিতে মাদক ব্যবসায়ীর বাড়িতে চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা মাদারীপুরে ইজিবাইকে ওড়না পেঁ চিয়ে কলেজছাত্রীর রহস্যজনক মৃ’ত্যু

পদ্মা সেতু টোল প্লাজা অবরোধ করে বিক্ষোভ

অপি মুন্সী :
  • প্রকাশের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে
সারাদেশে চাঁদাবাজি ও মব জাস্টিস করে ঢাকার মিডফোর্ট হাসপাতালের সামনে মানুষ হত্যার প্রতিবাদে শরীয়তপুরের জাজিরা প্রান্তের পদ্মা সেতু টোল প্লাজা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় যুব শক্তি ও শরীয়তপুরের সাধারণ জনগণ।
শনিবার (১২ জুলাই) বিকেলে প্রায় ৩০ মিনিট ধরে এ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এতে এই রুটে সকল যান চলাচল বন্ধ হয়ে যায়।
মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা জানান, চাঁদা না দেওয়ার কারণে সম্প্রতি রাজধানীর মিডফোর্ট হাসপাতালের সামনে এক ব্যবসায়ীকে মধ্যযুগীয় কায়দায় পাথর মেরে হত্যার অভিযোগ উঠে যুবদলের কর্মীদের বিরুদ্ধে। এছাড়াও যুবদল নেতা কর্তৃক যাত্রাবাড়ী এলাকায় শরীয়তপুর সুপার সার্ভিস নামক পরিবহনের থেকে ৫ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ ওঠে। দেশজুড়ে মব জাস্টিসের বিরুদ্ধে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ কর্মসূচিতে ছাত্র জনতা চাঁদাবাজ ও মব জাস্টিসের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়।
হুশিয়ারি দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার আহ্বায়ক ইমরান আল নাজির বলেন, ঢাকার যাত্রাবাড়ী এলাকায় ‘শরীয়তপুর সুপার সার্ভিস’ নামের একটি পরিবহনের একাধিক বাসে ভাঙচুর ও শ্রমিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। পরিবহন মালিকদের দাবি, ৫ কোটি টাকা চাঁদা না পেয়ে স্থানীয় সাবেক যুবদল নেতা মুশফিকুর রহমান ফাহিম ও তার অনুসারীরা এ হামলার ঘটনা ঘটিয়েছে। এতে যাত্রাবাড়ী-শরীয়তপুর রুটে বাস চলাচল বন্ধ রয়েছে, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
তিনি আরও বলেন, শুধু এই ঘটনারই নয়-মিডফোর্ড হত্যাকাণ্ড, শরীয়তপুরের গোসাইরহাটে শিক্ষার্থীদের ওপর হামলা-এসবের প্রতিবাদে আমরা ৩০ মিনিট পদ্মা সেতু অবরোধ করেছি। প্রশাসনের প্রতি আহ্বান, মেরুদণ্ড সোজা করে দাঁড়ান এবং এসব চাঁদাবাজ ও সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনুন। আর যদি ২৪ ঘণ্টার মধ্যে চাঁদাবাজ ও ঢাকার মিডফোর্ড হাসপাতালের সামনে লাল চাঁদ ওরফে সোহাগ হত্যাকারীদের আইনের আওতায় আনা না হয়, তাহলে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।
 আমরা বিচার, সংস্কার ও নতুন সংবিধান চাই: নাহিদ ইসলাম
বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শরীয়তপুরের মুখ্য সংগঠক আমিন মোহাম্মদ জিতু বলেন, সারা বাংলাদেশে যে মব জাস্টিস শুরু হয়েছে, তারই ধারাবাহিকতায় মিডফোর্ড হাসপাতালের সামনে মধ্যযুগীয় কায়দায় মানুষ হত্যা করা হয়েছে। চব্বিশ পরবর্তী বাংলাদেশে এমন মব জাস্টিস ও চাঁদাবাজি চলতে পারে না। আমরা এই মব জাস্টিস ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রাথমিক ভাবে পদ্মা সেতু টোল প্লাজা অবরোধ করেছি। যদি এসব বন্ধ করা না হয় ও দোষীদের আইনের আওতায় আনা না হয়, তবে আমরা আরও কঠোর কর্মসূচি দেব।
পদ্মা সেতু দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) নকিব আকরাম হোসেন জানান, পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোল প্লাজার সংলগ্ন সড়কের পাশে প্রথমে কর্মসূচি চলছিল। একপর্যায়ে তারা সড়ক অবরোধ করে। পরে আমরা তাদের যান চলাচল স্বাভাবিক রাখতে অনুরোধ করি। আমাদের আহ্বানে সাড়া দিয়ে তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করে সেখান থেকে সরে যায়। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com