1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
পবিপ্রবিতে কোর্স ফর রোভার মেট ‘২৪ সম্পন্ন মিঠাপুকুরে বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ করার অভিযোগ লোহাগাড়া প্রেসক্লাব’র নবনির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন রাবির নতুন রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্টে পরিচালক পদে অতিরিক্ত দায়িত্ব প্রদান হিলিতে ইউনিয়ন বিএনপির ওয়ার্ড পর্যায়ে কর্মীসমাবেশ অনুষ্ঠিত হয়েছে কর্মসূচীর নামে মানহানীর চেষ্টা, সর্বত্র প্রতিবাদের ঝড় দৌলতখানে ফসলের মাঠে দোল খাচ্ছে কৃষকের সোনালি স্বপ্ন ধানের শীষ, স্বপ্ন বুনতে শুরু করেছে কৃষকেরা চিরিরবন্দরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সাক্ষীগণের সংবাদ সম্মেলন পবিপ্রবিতে গভীর রাতে র‌্যাগিং নির্যাতন, আহত ৫ শিক্ষার্থী

পবিপ্রবিতে কোর্স ফর রোভার মেট ‘২৪ সম্পন্ন

মোঃ সজিব সরদার
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ৯ বার পড়া হয়েছে

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়(পবিপ্রবি) ও পটুয়াখালী জেলা রোভার এর উদ্যোগে ৪ দিন ব্যাপী কোর্স ফর রোভার মেট’২৪  তাঁবু বাস ও দীক্ষা গ্রহণ সম্পন্ন হয়েছে।২৪ নভেম্বর (রবিবার) বিশ্ববিদ্যালয়ের টিএসসির কনফারেন্স রুমে সমাপনি ও সনদপ্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সেল এবং শিক্ষক সেল এর সিনিয়র ডেপুটি রেজিস্ট্রার ড. মোঃ আমিনুল ইসলাম টিটো। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পটুয়াখালী জেলা রোভারের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু হানিফ। ৪দিন ব্যাপি কোর্স ফর রোভার মেট’২৪ এর কোর্স লিডার হিসেবে ছিলেন  বরিশাল বিভাগীয় রোভার প্রতিনিধি, এলটি, প্রফেসর আবুল কালাম আজাদ।এর আগে ২৩ নভেম্বর (শনিবার) রাতে বিশ্ববিদ্যালয়ের টিএসসির কনফারেন্স রুমে রোভার মেট’২৪ এর  তাঁবু বাস ও দীক্ষা গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবি’র উপাচার্য  অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান, উপস্থিত ছিলেন  অধ্যাপক ড. মোঃ আবু ইউসুফ, সিনিয়র ডেপুটি রেজিস্ট্রার ড. মোঃ আমিনুল ইসলাম টিটো এবং দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ।অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য  অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম অংশগ্রহণকারী রোভারদের ধন্যবাদ জানিয়ে বলেন, তোমরা রোভার স্কাউটস এর মাধ্যমে নৈতিক শিক্ষা অর্জন করে দেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করো।অনুষ্ঠানে পবিপ্রবি ও পটুয়াখালী সরকারি কলেজ এর প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীসহ কোর্সে ৬০ জন রোভার অংশগ্রহণ করেন। রোভারদের বাৎসরিক কর্মসূচির অংশ হিসেবে এই কোর্স পরিচালনা করা হয়। ৪ দিনব্যাপী প্রশিক্ষণে স্কাউটিংয়ের মৌলিক বিষয়, স্কাউট আন্দোলনের ইতিহাস, হাইকিং,স্কাউট ওন, তাঁবুজলসাসহ বিভিন্ন বিষয়ের সেশনে প্রশিক্ষণার্থীরা অংশগ্রহণ করেন। কোর্সে প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী, সাপোর্ট স্টাফসহ প্রায় ৬০ জন অংশগ্রহণ করেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com