সত্য প্রকাশে আপোষহীন স্লোগানকে সামনে রেখে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) সাংবাদিক সমিতি (পবিপ্রবিসাস) ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি, কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এরই ধারাবাহিকতায় সাফল্যের তৃতীয় বছর পার করে দায়িত্ব হস্তান্তর এর মাধ্যমে চতুর্থ বছরে পদার্পণ করল পবিপ্রবিসাস। রবিবার (২৭ জুলাই) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের কনফারেন্স কক্ষে পবিপ্রবিসাস সভাপতি মারসিফুল আলম রিমনের সভাপতিত্বে ও পবিপ্রবিসাস সাধারণ সম্পাদক সাব্বির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবির উপাচার্য ও সমিতির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। তিনি বলেন, “সাংবাদিকতা শুধু খবর পরিবেশন নয়—এটি একটি দায়িত্বশীল সামাজিক দায়িত্ব। শিক্ষাপ্রতিষ্ঠানে সাংবাদিকদের উচিত বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে একটি ইতিবাচক পরিবেশ তৈরি করা।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আবদুল লতিফ, সিএসই বিভাগের ডিন প্রফেসর জামাল হোসেন, কৃষি অনুষদের ডিন ড. মো: দেলোয়ার হোসোন,গণসংযোগ কর্মকর্তা মাহফুজুর রহমান সবুজ। তাঁরা সংগঠনের শৃঙ্খলা ও দায়িত্ববোধের প্রশংসা করেন। অনুষ্ঠানের শুরুতে বের করা হয় একটি বর্ণাঢ্য র্যালি, যাতে অংশ নেন সংগঠনের বর্তমান ও সাবেক সদস্যরা। পরে কেককাটা, আলোচনা সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়। প্রসঙ্গত, পবিপ্রবিসাস বিশ্ববিদ্যালয়ের ২০২২ সালের ২৭ জুলাই যাত্রা শুরু করে সাংবাদিক সংগঠনটি। গত তিন বছর ধরে শিক্ষাঙ্গনের নানা ইস্যুতে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।