বরিশালের গৌরনদী উপজেলায় পরকীয়া করতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছেন এক ব্যক্তি। পরে উত্তেজিত জনতা তাকে পুলিশের কাছে সোপর্দ করে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে ওই ব্যক্তি গোপনে এক নারীর সঙ্গে দেখা করতে যান। বিষয়টি আগেই টের পেয়ে স্থানীয়রা সতর্ক ছিলেন। নির্দিষ্ট সময়ে তিনি ওই নারীর সঙ্গে একান্তে সময় কাটানোর চেষ্টা করলে জনতা তাকে হাতেনাতে ধরে ফেলেন। এ সময় উত্তেজিত জনতা তাকে ঘিরে ধরে এবং বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে ভিড় জমে যায়। স্থানীয়রা তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বীকার করেন যে ওই নারীর সঙ্গে তার গোপন সম্পর্ক রয়েছে। পরে স্থানীয়দের সিদ্ধান্তে তাকে গৌরনদী থানায় সোপর্দ করা হয়। গৌরনদী থানার ওসি জানান, “আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে থানায় নিয়ে আসি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, এমন অনৈতিক কর্মকাণ্ড সমাজের জন্য ক্ষতিকর, এবং প্রশাসনের উচিত কঠোর ব্যবস্থা নেওয়া।