ফেনীর পরশুরামে মঙ্গলবার (১৫ জুলাই) সকাল ১১টায় উপজেলা গেট সংলগ্ন এলাকায় এক বিশাল মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণ করেন পরশুরাম ও ফুলগাজীর ৫৫টি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও স্থানীয় সাধারণ মানুষ।
মানববন্ধনে বক্তারা বলেন, “আমরা কোনো ত্রাণ চাই না, চাই টেকসই বেরিবাঁধ।” মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর টেকসই বেরিবাঁধ না থাকায় প্রতিবছর বন্যায় পরশুরাম ও ফুলগাজীর হাজারো মানুষ ক্ষতির মুখে পড়ছে।
বক্তারা অভিযোগ করেন, পানি উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়ম-দুর্নীতির কারণেই প্রতিবছর বেরিবাঁধ ভেঙে পড়ে। শত শত কোটি টাকা বরাদ্দ এলেও তার সঠিক ব্যবহার না হওয়ায় এই দুর্ভোগ দীর্ঘদিন ধরে চলছে।
মানববন্ধনে তুলে ধরা পাঁচ দফা দাবি হলো:
১. মুহুরী-কহুয়া-সিলোনিয়া নদীর টেকসই বেরিবাঁধ নির্মাণ সেনাবাহিনীর মাধ্যমে দ্রুত শুরু করতে হবে।
২. পানি উন্নয়ন বোর্ডের ফেনী জেলার নির্বাহী ও কৌশলী কর্মকর্তাকে অপসারণ করে শাস্তির আওতায় আনতে হবে।
৩. পানি উন্নয়ন বোর্ডকে প্রতি মাসে গণশুনানির মাধ্যমে স্থানীয়দের মতামত গ্রহণ করতে হবে।
৪. নদী ভাঙন রোধে কার্যকর খাল খনন ও ভাত নির্মাণ করতে হবে।
৫. এবারের বন্যায় ক্ষয়ক্ষতির জন্য দায়ীদের—including ঠিকাদার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের—আইনের আওতায় আনতে হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন “পরশুরামের উপজেলার সর্বস্তরের জনগণ-এবং বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবী কর্মীরা। বক্তারা বলেন, “এই দাবিগুলোর বাস্তবায়ন না হলে, ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে।এই মানববন্ধন ছিল নিপীড়িত মানুষের হৃদয়ের প্রতিবাদ!