গাইবান্ধা জেলায় নবযোগদানকৃত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ নভেম্বর ২০২৫) সকাল ১০টায় পলাশবাড়ী উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহামেদ এর সভাপতিত্বে সভায় নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা বলেন,
“গাইবান্ধার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে প্রশাসনের প্রতিটি দপ্তরকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া আমাদের প্রথম অগ্রাধিকার। অনিয়ম-দুর্নীতি ও সেবায় বিলম্বের কোনো সুযোগ দেওয়া হবে না। সব ধরনের উন্নয়ন পরিকল্পনায় মাঠ পর্যায়ের বাস্তবতা বিবেচনায় রেখে সমন্বিতভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন,
“গাইবান্ধা একটি সম্ভাবনাময় জেলা। এখানে কৃষি, শিক্ষা, অবকাঠামো ও সামাজিক উন্নয়নে ব্যাপক সম্ভাবনা রয়েছে। প্রশাসন–জনপ্রতিনিধি–সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগই এ সম্ভাবনাকে বাস্তব উন্নয়নে রূপ দিতে পারে। সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সালাউদ্দিন আহমেদ খান,সিনিয়র মৎস কর্মকর্তা আব্দুল আাহাদ লাজু, কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলি ভুট্টাে, কিশোরগাড়ী ইউ,পি চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমীর আবু বক্কর সিদ্দিক,পলাশবাড়ী আদর্শ ডিগ্রি কলেজ ভারপ্রাপ্ত অধক্ষ গোলাম মোস্তাফা,আমলাগাছী ভূবন মহন উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মাজেদ সরকার,মির্জাপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসা অধ্যক্ষ আ,ন,ম জাহিদুল ইসলাম,পলাশবাড়ী প্রেসক্লাব সভাপতি ও সাপ্তাহিক অনড় পত্রিকার সম্পাদক শাহ আলম সরকার, মডেল প্রেসক্লাব সভাপতি রবিউল ইসলাম পাতা ও খবরবাড়ি টুয়েন্টিফোর ডটকম এর সম্পাদক মশফিকুর রহমান মিলটন প্রমুখ।