গাইবান্ধা জেলা ট্রাক, ট্যাংকলড়ী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক পরিষদ পলাশবাড়ীর কিশোরগাড়ী ইউনিয়নের কাশিয়াবাড়ী শ্রম কল্যাণ উপ-কমিটি গঠন উপলে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ জুন) সন্ধ্যায় পৌরশহরের রংপুর বাসস্ট্যান্ড মহাসড়ক সংলগ্ন অত্র সংগঠনের প্রধান কার্যালয়ে এ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি শ্রমিক নেতা সাবেক ইউপি চেয়ারম্যান মো. শামছুল আলম-এর সভাপতিত্বে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করার আহবান জানিয়ে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পলাশবাড়ী উপজেলা শাখার সাবেক সেক্রেটারী তাজুল ইসলাম মিলন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহ-সভাপতি সেকেন্দার আলী, সড়ক সম্পাদক আবু সাইম, প্রচার সম্পাদক রঞ্জু সরকার, সহ-সাধারণ সম্পাদক শান্তা ইসলাম ও সদস্য রতন মিয়াসহ অন্যান্যরা। সভাটির সঞ্চালনায় ছিলেন অত্র সংগঠনের সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলম। শেষে সভায় উপস্থিত সংগঠনভূক্ত সকল সাধারণ সদস্যবৃন্দ স্বতঃস্ফুর্ত সম্মতিক্রমে আগামী ৩ মাস মেয়াদে কিশোরগাড়ী ইউনিয়নের কাশিয়াবাড়ী শ্রম কল্যাণ উপ-কমিটির ৫ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটির গঠন করা হয়। কমিটির আহবায়ক হলেন রায়হান মিয়া, যুগ্ম আহবায়ক হযরত আলী এবং যথাক্রমে সদস্য পারভেজ মিয়া, আব্দুল মান্নান ও শাকিল মিয়া।