গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভাগের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাগন তথ্য অধিকার আইন (RTI) বাস্তবায়নে তেমন কোনও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছে না। এতে জনগণের তথ্য পাওয়ার অধিকার প্রভাবিত হচ্ছে এবং সরকারি কার্যক্রমের স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ হচ্ছে। তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী, দেশের প্রতিটি নাগরিক সরকারি তথ্য প্রাপ্তির জন্য আবেদন করতে পারেন। তবে পলাশবাড়ী উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বে থাকা কর্মকর্তাগন নিয়মিতভাবে এই আইনের প্রতি উদাসীন, ফলে বহু নাগরিক তাদের মৌলিক তথ্য প্রাপ্তির জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন। একাধিক আবেদনকারী জানিয়েছেন, তথ্য পাওয়ার জন্য আবেদন করার পরও সংশ্লিষ্ট দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের নিকট থেকে কোনও উত্তর বা সাড়া পাওয়া যায় না। উপজেলা প্রশাসন কর্তৃক তথ্য অধিকার আইন যথাযথভাবে বাস্তবায়িত না হওয়ার কারণে, সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে স্বচ্ছতার অভাব সৃষ্টি হচ্ছে। বিশেষত উন্নয়নমূলক প্রকল্পের তথ্য এবং খরচের বিস্তারিত জানতে নাগরিকদের সমস্যা হচ্ছে। এটি জনগণের বিশ্বাসের ওপরও প্রভাব ফেলছে এবং প্রশাসনের প্রতি তাদের আস্থা কমিয়ে দিচ্ছে। এমন পরিস্থিতিতে প্রয়োজন তথ্য অধিকার আইন কার্যকরভাবে বাস্তবায়ন করা, যাতে জনগণ তাদের প্রাপ্য তথ্য সময়মতো পেতে পারে এবং প্রশাসন আরও স্বচ্ছতার সঙ্গে কাজ করতে পারে। প্রশাসনের উচিত নাগরিকদের তথ্য প্রাপ্তির অধিকার রক্ষা করা, এবং আইনের আওতায় থাকা সমস্ত দায়িত্ব যথাযথভাবে পালন করা। এ ব্যাপারে তথ্য অধিকার বাস্তবায়নে জেলা প্রাশাসকসহ সংশ্লিষ্ট কতৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন নাগরিক সমাজ।