1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৯ মাস বন্ধের পর নারায়ণগঞ্জে চালু হচ্ছে আঞ্চলিক পাসপোর্ট অফিস ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে খাবারের সাথে চেতনানাশক মিশিয়ে ৫ জনকে অজ্ঞান করে টাকা ও রুপা লুট করে নিয়েছে দুর্বৃত্তরা বেতাগীর শশীভূষণ মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই অভ্যুত্থানের পরে দুই সহকারী শিক্ষক পলাতক ফেনী আলিয়া মাদরাসার আলোচিত সেই ছাএলীগের তানভির দাখিল পরিক্ষা দিচ্ছে মানিকগঞ্জে সাটুরিয়ায় নিয়ম না মেনে রাতের আঁধারে স্থানান্তর করা হয় বিদ্যালয়ের ভবন অদ্য অবৈধ বালু উত্তোলন ও ফসলের জমি ভরাট করার জন্য পদ্মা নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় পলাশবাড়ীতে কেন্দ্রীয় জামে মসজিদের ৮৭ লক্ষ টাকা আত্মসাত! উদ্ধার তৎপরতা চলছে বটিয়াঘাটা উপজেলায় জতীয় আইন সহায়তা দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত পলাশবাড়ী উপজেলা প্রশাসনের উদাসীনতা, তথ্য অধিকার আইন উপেক্ষিত বিএনপি রাষ্ট্র ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাবেন না নিজাম উদ্দীন এর পাশে তারেক রহমান

পলাশবাড়ী উপজেলা প্রশাসনের উদাসীনতা, তথ্য অধিকার আইন উপেক্ষিত

মোঃ ফেরদাউছ মিয়া
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভাগের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাগন তথ্য অধিকার আইন (RTI) বাস্তবায়নে তেমন কোনও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছে না। এতে জনগণের তথ্য পাওয়ার অধিকার প্রভাবিত হচ্ছে এবং সরকারি কার্যক্রমের স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ হচ্ছে। তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী, দেশের প্রতিটি নাগরিক সরকারি তথ্য প্রাপ্তির জন্য আবেদন করতে পারেন। তবে পলাশবাড়ী উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বে থাকা কর্মকর্তাগন নিয়মিতভাবে এই আইনের প্রতি উদাসীন, ফলে বহু নাগরিক তাদের মৌলিক তথ্য প্রাপ্তির জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন। একাধিক আবেদনকারী জানিয়েছেন, তথ্য পাওয়ার জন্য আবেদন করার পরও সংশ্লিষ্ট দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের নিকট থেকে কোনও উত্তর বা সাড়া পাওয়া যায় না। উপজেলা প্রশাসন কর্তৃক তথ্য অধিকার আইন যথাযথভাবে বাস্তবায়িত না হওয়ার কারণে, সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে স্বচ্ছতার অভাব সৃষ্টি হচ্ছে। বিশেষত উন্নয়নমূলক প্রকল্পের তথ্য এবং খরচের বিস্তারিত জানতে নাগরিকদের সমস্যা হচ্ছে। এটি জনগণের বিশ্বাসের ওপরও প্রভাব ফেলছে এবং প্রশাসনের প্রতি তাদের আস্থা কমিয়ে দিচ্ছে। এমন পরিস্থিতিতে প্রয়োজন তথ্য অধিকার আইন কার্যকরভাবে বাস্তবায়ন করা, যাতে জনগণ তাদের প্রাপ্য তথ্য সময়মতো পেতে পারে এবং প্রশাসন আরও স্বচ্ছতার সঙ্গে কাজ করতে পারে। প্রশাসনের উচিত নাগরিকদের তথ্য প্রাপ্তির অধিকার রক্ষা করা, এবং আইনের আওতায় থাকা সমস্ত দায়িত্ব যথাযথভাবে পালন করা। এ ব্যাপারে তথ্য অধিকার বাস্তবায়নে জেলা প্রাশাসকসহ সংশ্লিষ্ট কতৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন নাগরিক সমাজ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com