1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বনানীতে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে শিক্ষার্থী নিহত, ৮ জনের নামে হত্যা মামলা তৃণমূলে স্পষ্ট বার্তা মনিরুজ্জামান মন্টুর: বিএনপিতে ‘আওয়ামী লীগের দোসরদের’ ঠাঁই নেই নড়াইলে চোরাই ব্যাটারি চালিত ইজিবাইক উদ্ধার গ্রেফতার ০২ করিমগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত গোয়ালাবাজার ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান সৈয়দ কওছর আহমেদ সাহেব আর নেই পলাশবাড়ী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত গ্রাহকের হাজার কোটি টাকা নিয়ে আরামকাঠি সঞ্চয় ও ঋণদান সমিতির পরিচালকের লাপাত্তা :কর্মচারীরা গ্রাহকদের হাতে অবরুদ্ধ মুন্সিগঞ্জ গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় পিকাপে আটকে পড়া চালক সানিকে উদ্ধার হিলিতে ভুয়া পুলিশ আটক করে আসল পুলিশের কাছে হস্তান্তর বেরোবি পরিসংখ্যান বিভাগের অধ্যাপক রশীদুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির গুরুতর অভিযোগ, তদন্ত কমিটি গঠন

পলাশবাড়ী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

মিলন মন্ডল
  • প্রকাশের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

গাইবান্ধার পলাশবাড়ীতে জমি নিয়ে বিরোধের জোরে মারপিটের ঘটনায় দায়ের হওয়া মামলা থেকে বাঁচতে নিজ জেলায় এবং বাদী পরিবর্তন করে অন্য জেলায় হয়রানীমূলক মিথ্যাদ মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ এপ্রিল) বিকেলে পলাশবাড়ী প্রেসক্লাবে জনাকীর্ণ এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন, ভূক্তভোগী মামলার বাদী পলাশবাড়ী পৌরসভার শিবরামপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে আশরাফুল ইসলাম। তিনি তার লিখিত বক্তব্য বলেন, আমিসহ আমার পরিবারের লোকজনদের সহিত জমি নিয়ে বিবাদী মোস্তাফিজুর রহমান নজরুল, পিতা-মৃত আঃ রহিম, সাং-তাজহাট মোল্লাপাড়া, থানা-তাজহাট, জেলা-রংপুর এবং হাসিবুর রহমান, পিতা-মোঃ শহিদুল ইসলাম, সাং-শিবরামপুর, থানা-পলাশবাড়ী, জেলা-গাইবান্ধাগংদের সহিত বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত ইং ২৬/০১/২০২৫ তারিখ বিবাদীরা আমাদের উপর হামলা চালিয়ে মারপিট করে গুরুতর আহত করে। এ ঘটনায় আমি বাদী হয়ে পলাশবাড়ী থানায় মামলা দায়ের করি। যাহা পলাশবাড়ী থানার মামলা নং-০৫, তাং-০৪/০২/২০২৫ইং। এদিকে মামলা থেকে বাঁচতে উল্লেখিত ঘটনাকে কেন্দ্র করিয়া প্রতিপক্ষ মোঃ হাসিবুর রহমান বাদী হইয়া আমিসহ মোট ০৮ জনের বিরুদ্ধে মোকামঃ বিজ্ঞ আমলী আদালত, পলাশবাড়ী, গাইবান্ধায় সিআর মামলা নং-৪৬/২৫ তাং-০৪/০২/২০২৫ইং দায়ের করেন। এছাড়ার একই ঘটনাকে কেন্দ্র করে শুধু স্থান ও বাদী পরিবর্তন করে বিবাদী মোস্তাফিজুর ভূক্তভেগী ০৮ জনকে আসামী করে রংপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পীরগঞ্জ, আমালী আদালত, রংপুর এ সিআর মামলা নং-১৪৯/২৫, তাং-০৫/০৩/২০২৫ইং, আরো একটি মামলা করে। যাহা সম্পূর্ণ আমাদের হয়রানী করাসহ আদালতের সঙ্গে প্রতারণার শামিল। এছাড়াও আসামীপক্ষ বাদীসহ তার পরিবারের লোকজনকে ভয়ভীতিসহ নানা হুমকি প্রদর্শন অব্যহত রেখেছে। আমি অত্র সংবাদ সম্মেলনের মাধ্যমে সংশ্লিষ্ট উর্ধতন কতৃর্পক্ষের সুদৃষ্টি কামনাসহ কুচক্রীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি। এসময় উপস্থিত ছিলেন, মাজহারুল ইসলাম, আজাদুল ইসলাম, মারুফ আকন্দ, জুয়েল মিয়া, জোসনা বেগম, জাহিদুল ইসলাম ও মাহমুদুল ইসলাম প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com