জুলাই শহীদের স্মরণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গাইবান্ধার পলাশবাড়ী সরকারি কলেজ শাখার উদ্যোগে পলাশবাড়ী সরকারি কলেজ মাঠ ও চত্বরে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করে।
১ জুলাই মঙ্গলবার সকালে পলাশবাড়ী সরকারি কলেজ মাঠে ও অফিস চত্বরে বৃক্ষ রোপন ও শিক্ষার্থীদের হাতে বিভিন্ন জাতের ফলজ ও ঔষুধি গাছের চারা বিতরণ করে।
এ বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন পলাশবাড়ী সরকারি কলেজ এর অধ্যক্ষ হামিদ কলিম।
এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিক্সন, পলাশবাড়ী উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিয়ান সরকার আরিফ, পৌর ছাত্রদলের আহবায়ক শাওন সরকার, সদস্য সচিব আকাশ কবির পায়েল, সরকারি কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক শাহজাহান সরকার, সদস্য সচিব মাজিদুল সরকার মাজেদ, হোসেনপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিজুল ইসলাম মিজুল, ছাত্রদল নেতা মারুফ, রায়হান, প্রান্ত, মারুফ, মোবাশ্বের,আকাশ, রিফাত, সাহাবিলসহ কলেজের কর্মকর্তা কর্মচারিগণ।