ফেনী জেলার পশুরাম- ফুলগজীতে বন্যায় পানিবন্দী মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন( বিজিবি) বৃহস্পতিবার দুই ুউপজেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ৫শত নারী – পুরুষ কে রান্না খাবার বিতরণ করেন।বিজিবি জানায়,ফুলগাজী, মুন্সিরহাট ইউনিয়নের আলী আজম প্রাথমিক বিদ্যালয়,উচচ বিদ্যালয়,কলেজ এবং মাদরাসা আশ্রায়কেন্দ্র ২৫০ প্যাকেট খাবার বিতরণ করেন ফেনী বয়াটালিয়ন ৪ বিজিবি এর অধিনায়ক। লে. কর্নেলে মোহাম্মদ মোশাররফ হোসেন। এ সময় বারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন সঙ্গে ছিলেন।একই দিন পশুরাম উপজেলার চিতলিয়া ইউনিয়নের অন্তগত পুর্ব চিতলিয়া মদিনাতুল দারুল উলুম মাদরাসা ও এতিমখানা আশ্রয়কেন্দ্রে ফেনী ব্যাটালিনের ব্যবস্হাপনা,কুমিল্লা সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ রেজাউল কবির কর্তৃক বারী বর্ষনের ফলে সৃষ্ট বন্যায় পানিবন্দী ২৫০জন জনসাধারণ কে ২৫০ প্যাকেট শুকনা খাবার সামগ্রী চাল,ডাল,তেল,মুডি,চিরা,গুর, বিস্কুট এবং বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেন।