গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পাঁচগাছি শান্তিরাম মডেল স্কুলে প্রধান শিক্ষক রুস্তম আলী ও সাবেক স্কুল সভাপতি সাদ্দাম রফিকুল ইসলামের বিরুদ্ধে নিলাম ছাড়াই তিনটি মূল্যবান(মেহগনি )গাছ অবৈধভাবে কেটে আত্মসাৎ করার অভিযোগ উঠেছে।
প্রত্যক্ষদর্শী একাধিক সূত্র নাম প্রকাশে অনিচ্ছুক জানান, কোনো ধরনের সরকারি অনুমোদন বা নিলাম না করেই গাছ তিনটি কেটে সরিয়ে নেওয়া হয়। বাজারমূল্য অনুযায়ী গাছগুলোর আনুমানিক দাম প্রায় ১৫,০০০-২০,০০০ টাকা বলে ধারণা করা হচ্ছে।
এছাড়াও অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটিতে বিভিন্ন সময়ে শিক্ষক ও কর্মচারী নিয়োগের নামে প্রার্থীদের কাছ থেকে প্রায় ৪০ লাখ টাকার বেশি অর্থ আত্মসাৎ করেছেন তারা।
স্থানীয় সচেতন মহল বিষয়টি তদন্তপূর্বক কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এবং বিদ্যালয় পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন।