৭ জুলাই সোমবার বিকেলে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে পৌর পার্কে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় । এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক মোঃ গোলজার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা জহুরুল আলম রুকু, পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব আবু হাসনাত মন্ডল হেলাল, জেলা কৃষকদলের আহবায়ক সেলিম রেজা ডিউক, সদস্য সচিব মঞ্জুরে মওলা পলাশ, উপজেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক রেজাউল করিম মাস্টার, বাগজানা ইউনিয়ন বিএনপির সভাপতি ও বাগজানা ইউপি চেয়ারম্যান নাজমুল হক,
সাবেক ছাত্রনেতা আহসান হাবিব, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবু তাহের, জিয়াউল ফেরদৌস রাইটের মেয়ে উদিতা সহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে একটি বিক্ষোভ মিছিল পৌর পার্ক থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে।
প্রতিবাদ সমাবেশে বক্তারা স্বেচ্ছাসেবক দল নেতা কিনা হত্যায় জিয়াউর ফেরদৌস রাইটকে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলায় জড়ানোয় তীব্র প্রতিবাদ এবং অনতিবিলম্বে ঐ মামলা থেকে রাইটকে অব্যাহতি না দিলে কঠোর আন্দোলনসহ থানা ঘেরাওয়ের হুশিয়ারি দেন।
উল্লেখ্য গত ২৫ জুন সকাল ৯টার দিকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রেজাউল করিম (কিনা) কে দানেজপুর পল্লীবিদ্যুৎ অফিসের সামনে পুর্বপরিকল্পতি মারপিট করেন। পরে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৬ জুন রাতে মারা যান।