1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহকে নিরাপদ ও শান্তিপূর্ণ জেলা হিসেবে গড়ে তুলতে হবে- ডিসি মুফিদুল আলম বিএনপির গনতন্ত্র অনু্যায়ী কেউ ধানের শীষ মার্কায় নির্বাচন করতে হলে বিএনপির প্রাথমিক সদস্য হতে হবে জনগনের প্রতি দ্বায়বদ্ধতা ও উন্নয়ন কর্মকান্ড বিবেচনায় বদলে যাচ্ছে পিরোজপুর-১ আসনের নির্বাচনী সমীকরণ “জনপ্রিয়তার শীর্ষে মাসুদ সাঈদী” ফরিদপুর-বরিশাল মহাসড়ক চার লেন দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কালাইয়ে ভাড়া কমাতে জোটবদ্ধ চাষী- ব্যবসায়ীরা, বাড়তি ভাড়াতেই অনড় হিমাগার মালিকরা তৌহিদুর রহমান রাতুলকে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা – জামায়াতের দিনাজপুরের চিরিরবন্দরে ডিবি পুলিশের হাতে আটক আওয়ামীলীগ নেত্রী ঐক্যবদ্ধভাবে দখলবাজ ও চাঁদাবাজদের রুখে দিতে হবে -নাহিদ ইসলাম দুর্নীতির রিপোর্টের কারণে হয়রানি: মিথ্যা মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক আবু সুফিয়ান সুন্দরগঞ্জে ছাপরহাটীতে গণ উন্নয়ন প্রকল্প (GUK) আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

পাইকগাছায় ছাত্রলীগ নেতার কর্মকাণ্ডে অতিষ্ঠ এলাকাবাসী উমায়েরসহ দুইজনকে গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

মোঃ আনোয়ারুল ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

খুলনার পাইকগাছায় চাচাকে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দিয়ে বাড়িসহ সমস্ত সম্পত্তি দখল করে রাখা ছাত্রলীগ নেতা উমায়ের কবির ও তার ভাইদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে হাজার হাজার গ্রামবাসী মিলে উমায়েরসহ এক সহযোগীকে গণ ধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তন্তর করেছে এলাকাবাসী। সরেজমিনে ও মামলা সূত্রে জানাগেছে, উপজেলার তোকিয়া গ্রামের মৃত হারুন সরদারের ছেলে ছাত্রলীগ নেতা উমায়ের কবির গত আওয়ামীলীগের আমলে সাবেক সংসদ সদস্য আকতারুজ্জামান বাবুর আস্থাভাজন হয়ে ক্ষমতার দাপট দেখিয়ে মাস্তানি, চাঁদাবাজী, ঘের দখল, নারী কেলেঙ্কারী, বিভিন্নি অপকর্মের হোতা, ভাইদের সাথে নিয়ে লাঠির ভয় দেখিয়ে এলাকায় ত্রাসসৃষ্টিকরে রাখে। গত ১১অক্টোবর আপন চাচা রওশন সরদারের স্ত্রী ও তিন সন্তানদের মারপিট করে উমায়েরসহ তার দুই ভাই। এর এঘটনায় হাসপাতালে কয়েকদিন চিকিৎসা নিয়ে ফিরলেও বাড়িতে ফিরতে পারেননি। জীবনের নিরাপত্তার জন্য আজো বাড়ি যেতে পারেননি রওশন সরদারের পরিবার। গত ১১নভেম্বর ২৪ তারিখে পাইকগাছার ইজিবাইক স্টান্ডে বৃদ্ধ শামসুর রহমান (৭০) কে উমায়ের কবিরের নেতৃত্বে তার ভাই ইসাহাকসহ কয়েকজন ফ্লিমি স্টাইলে এলোপাতাড়ী পিটিয়ে হাত ও বুকের ২টি পাজড় ভেঙ্গে দেয়। শামসুর মামলা করলেও তাদের ভয়ে এখন এলাকা ছাড়া। মামলা সূত্রে জানা যায়,গত ৫ মার্চ সকালে তোকিয়া গ্রামের ইলিয়াস কবির ও চাচা রওশন সরদারকে গদাইপুর বাজারে উমায়ের কবিরের নেতৃত্বে অপর দুই ভাই ইসহাক এবং ওসামা মিলে মাররপিট করে। একই দিন সন্ধায় কবির বাড়িতে যাওয়ার সময় আবারও ৩ভাই ও মা মিলে দা ও লোহার রড নিয়ে আক্রমণ করে। এসময় উপজেলা নার্সারি মালিক সমিতির সাধান সম্পাদক কামাল সরদার ঠেকাতে গেলে কামালকে বেপরোয়াভাবে মারপিটে মারাত্মক আহত করে। এতে কামালের শ্যালোক শামীম সরদার মারাত্বক আহত হয়। এ খবর মুহূর্তের ভিতর এলাকায় ছড়িয়ে পড়লে গ্রামের হাজার হাজার সকল শ্রেণীর মানুষ তাদের প্রতি বিরক্ত ও অতিষ্ঠ হয়ে একজোট হয়ে ছাত্রলীগ নেতা উমায়েরসহ এক সহযোগীকে গণ ধোলায় দিয়ে পুলিশের কাছে তুলে দেয়। সর্বশেষ মারপিটের ঘটনায় কামাল সরদার বাদী হয়ে পাইকগাছা থানায় মামলা করে। যার নাম্বার ৭/২৫ পাইকগাছা থানার অফিসার ইনচার্জ সবজেল হোসেন জানান,মারামারির ঘটনায় থানায় মামলা হয়েছে। এবং উমায়ের কবির ও তার সহযোগী ওয়ালিদ সরদারকে আটক করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যহত রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com