রংপুরের মিঠাপুকুর উপজেলার পাইকান উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবাগতদের বরণ এবং দোয়া অনুষ্ঠান
বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।গতকাল সকাল সাড়ে ১০টায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নুরুল হক মন্ডল।
বর্তমান সরকারের প্রযুক্তিগত অগ্রগতির দৃশ্যমান ফলশ্রুতিতে সারাদেশেশ টি শেখ রাসেল স্কুল অব ফিউচার গড়ে তোলা হয় অর্থাৎ ভবিষ্যতের ডিজিটাল স্কুল। এরমধ্যে মিঠাপুকুর উপজেলায় একমাত্র শেখ রাসেল স্কুল অব ফিউচার পাইকান উ”চ বিদ্যালয়। ডিজিটাল মাধ্যমে শিক্ষা অর্জনের পাশাপাশি বিদ্যালয়টির শিক্ষার্থীরা জাতীয় ক্রীড়া, বিতর্ক, বিজ্ঞান ও প্রযুক্তি মেলাসহ অন্যান্য কারিকুলামে অংশগ্রহণ করে শ্রেষ্ঠত্বের পুরস্কার অর্জন করার মধ্য দিয়ে বিদ্যালয়টি ইতিমধ্যে সুনাম অর্জন করেছে। বিদ্যালয়টি শিক্ষার্থীদের সময়োপযোগী দক্ষ জনসম্পদে গড়ে তোলার জন্য একাডেমিক কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে
থাকে।এরই ধারাবাহিকতায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবাগতদের বরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিক্ষার প্র¯‘তি ও পরিক্ষার প্রশ্নপত্র ভালো ভাবে পড়ে ও বুঝে প্রশ্নপত্রের যথাযথভাবে উত্তর লেখার আহবান জানিয়ে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান বুলু। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, সহকারী প্রধান শিক্ষক একরামুল হক, সিনিয়র শিক্ষক নুরুল হোদা, মোসাব্বর হোসেন, কবিরুল হক কবির প্রমূখ। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত, হামদ ও নাত, স্বরচিত কবিতা, ছবি অংকন,বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করেন বিদ্যালয়ের সাবেক মৌলভী শিক্ষক আব্দুল আওয়াল। পরে বিদায়ী শিক্ষার্থীদের ফটোসেশান ও তবারক বন্টনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়।