পীরগঞ্জ আখিরা নদী থানা রোড পীরগঞ্জ, রংপুর এলাকায় আজ দুপুরে এক মর্মান্তিক দুর্ঘটনায় পানিতে ডুবে একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম মোঃ সুজন , বয়স আনুমানিক ৩২বছর।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকলের দিকে তিনি /নদীতে গোসল করতে নেমেছিলেন। কিছুক্ষণ পর তাকে দেখা না যাওয়ায় খোঁজ শুরু হয়। পরে স্থানীয় লোকজন ও পীরগঞ্জ থানার সহযোগিতায় তার মরদেহ উদ্ধার করা
স্থানীয় বাসিন্দারা জানান, নিহত ব্যক্তি সাঁতার জানতেন না। ধারণা করা হচ্ছে, পা পিছলে পড়ে গিয়ে বা হঠাৎ পানির গভীরে চলে গিয়েই দুর্ঘটনাটি ঘটে।
ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।