সচেতন নগরবাসী ফোরামের উদ্যোগে পাবনার ঈশ্বরদীতে নেসকোর প্রিপেইড মিটার স্থাপনের বিরুদ্ধে ২ ঘণ্টাব্যাপী ‘ঈশ্বরদী ব্লকেড’ কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঈশ্বরদী শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করেন স্থানীয় বাসিন্দারা।
ব্লকেড চলাকালে বক্তারা বলেন, প্রিপেইড মিটার স্থাপন করে নেসকো সাধারণ মানুষের ঘরে ঘরে ভোগান্তি বাড়াতে চায়। তারা অভিযোগ করেন, অতিরিক্ত বিল, অগ্রিম চার্জ, নেটওয়ার্ক সমস্যার অজুহাতে বারবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়া, এবং স্বচ্ছ আইন না থাকার কারণে গ্রাহকরা মারাত্মক সমস্যায় পড়ছেন।
বক্তারা আরও অভিযোগ করেন, আন্দোলনকে দমাতে এবং জনমতকে বিভ্রান্ত করতে অধ্যাপক আ ফ ম রাজিবুল আলম ইভানসহ ২০১ জন ঈশ্বরদীবাসীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক একটি মিথ্যা মামলা দায়ের করেছে নেসকোর সঙ্গে সংশ্লিষ্ট মহল।
সচেতন নগরবাসী ফোরামের নেতৃবৃন্দ বলেন—
“প্রিপেইড মিটার বসানোর এই অশুভ পায়তারা বন্ধ করতে হবে। জনগণের বৈধ আন্দোলনকে বাধাগ্রস্ত করতে যেসব ষড়যন্ত্রমূলক মামলা দেওয়া হয়েছে, তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।”
কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। তাদের দাবি—
কর্মসূচির কারণে শহরের বিভিন্ন এলাকায় সাময়িক যানবাহন চলাচলে ব্যাঘাত ঘটলেও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
সচেতন নগরবাসী ফোরাম জানিয়েছে, তাদের দাবিগুলো মেনে না নেওয়া হলে সামনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।