পাবনা এডওয়ার্ড কলেজের ডিগ্রি বটতলা এলাকায় ছুরির আঘাতে এক শিক্ষার্থীর মোবাইল ও টাকা ছিনিয়ে নিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। বৃহস্পতিবার (৬ মার্চ) রাত আনুমানিক ১০:৩০ মিনিটে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল বিভাগের ১ম সেমিস্টারের ছাত্র ইমন শেখ।তার বাড়ি পাবনার সাথিয়া উপজেলার বামনডাঙা বনগ্রামে। তার বাবা মোঃ মুসলিম উদ্দিন ও মা মোছাঃ রোজিনা খাতুন। তিনি রাতের খাবার শেষে মেসে ফেরার পথে ডিগ্রি বটতলা এলাকায় এ হামলার শিকার হন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নির্জন স্থানটি পেয়ে কয়েকজন কিশোর তাকে ঘিরে ধরে এবং চড়-থাপ্পর মেরে মোবাইল ও মানিব্যাগ দাবি করে। দিতে অস্বীকৃতি জানালে দুর্বৃত্তরা তার হাত ও পায়ে ছুরিকাঘাত করে মোবাইল ও টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। আহত অবস্থায় তিনি রাস্তায় পড়ে থাকলে পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার বিষয়ে পাবনা সদর থানায় অবগত করা হয়েছে এবং মামলা করা হয় । পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অপরাধীদের শনাক্তের চেষ্টা চালাচ্ছেন। এদিকে, এ ধরনের ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শিক্ষার্থীরা নিরাপত্তার জন্য মধ্যরাতেই পাবনা সদর থানা ঘেরাও করে ওই এলাকায় পুলিশি টহল জোরদারের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশের আন্তরিকতার সহিত দায়িত্ব পালনের দাবি জানিয়েছেন।