পাবনা জেলার সদর উপজেলার গয়েশপুর গ্রামে আবারো ঘটলো ধর্ষণের ঘটনা। ছোট পাঁচ বছরের রুকাইয়া যায় তার মায়ের সাথে ছাগলের ঘাস কাটতে। সেখান থেকে নর পশু আসামী আফজাল কোলে তুলে আদর করতে নিয়ে যায় নিজ বসতবাড়ি! সেখানেই ধর্ষন করে ! রুকাইয়ার বড় বোন তাৎক্ষনিক গিয়ে দেখে ফেলে সব। কিন্তু প্রমান থাকা সত্ত্বেও পুলিশ কোন পদক্ষেপ নেয় নাই। আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি তদন্ত করে আসামিকে গ্রেফতার না করা হয় , আমরা আইন হাতে তুলে নেওয়ার আলটিমেটাম দিলাম।