আগামী জাতীয় সংসদ নির্বাচনে অনিশ্চয়তা কাটিয়ে জনগণের প্রত্যাশা পূরণে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। বিএনপির সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ১ লক্ষ মামলা দিয়েছে। তবে সর্বদলীয় প্রচেষ্টা ও ছাত্রজনতার আন্দোলনে পালিয়েছে সেই স্বৈরাচারী সরকার। তিনি বলেন নির্বাচন অতি সন্নিকটে তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সবাই জনগণের সাথে ভাল ব্যবহার করতে হবে। জনগণ-ই আমাদের ক্ষমতার উৎস। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে পিছেয়ে পড়া দিরাই-শাল্লার উন্নয়নে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
১লা জুলাই মঙ্গলবার শাল্লা উপজেলা যুবদল,স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের আয়োজনে এক শোভাযাত্রা শেষে উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা বিএনপির উপদেষ্টা ও সুনামগঞ্জ-২ দিরাই-শাল্লা সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল।
উপজেলা যুবদলের আহ্বায়ক এম এ রাজ্জাকের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ব্রজেশ রঞ্জন চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
তিনি বিগত সরকারের আমলে বিএনপির নেতা কর্মীদের দুঃখ কষ্টের দিনগুলো ও দিরাই-শাল্লার বিএনপির মরহুম নেতা কর্মীদের স্মৃতি চারণ করে আগামী নির্বাচনে সুনামগঞ্জ-২ দিরাই-শাল্লা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে দোয়া ও ভালোবাসা চেয়ে তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্ম আহ্বায়ক মোঃ জাকির হোসেন, আব্দুল করিম, দিরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবির তালুকদার, দিরাই পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিজান,শাল্লা উপজেলা বিএনপির সদস্য শামীম আহমদ, শাল্লা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব হোসেন শিশু, যুবদলের সদস্য সচিব রুবেল আহমদ দুলাল, শাল্লা উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ মাহতাব উদ্দিন, শাল্লা উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নূরুল আমিন, সুনামগঞ্জ জেলা তরুণ দলের সভাপতি আবুল ফজল আকাশ, শাল্লা উপজেলা তরুন দলের আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব উজ্জ্বল মিয়া। দিরাই উপজেলা যুবদলের সদস্য সচিব লিপন হাসান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক সাবেক কাউন্সিলর জুয়েল মিয়া, দিরাই পৌর যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন তালুকদার মিলাদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদ হাসান, পৌর কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম, দিরাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু হাসান চৌধুরী সাজু, শাল্লা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক সাঈদ হোসেন সাগর, শাল্লা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তারেক হাসান, সদস্য সচিব তোফাজ্জল হক বাপন, দিরাই সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সালমান মিয়া প্রমুখ।
এছাড়াও আলোচনা সভায় শাল্লা উপজেলা বিএনপি,যুবদল, স্বেচ্ছাসেবক দল,ছাত্রদল ও কৃষকদল সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।