1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
মিঠাপুকুরে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের মানববন্ধন ফুলবাড়ীতে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ উল্লাপাড়ায় বিএনপি মনোনীত প্রার্থী এম আকবর আলীর নির্বাচনী ইশতেহার ঘোষণা পিরোজপুরে জেলা প্রশাসক হিসেবে আবু সাঈদের যোগদান কেন্দুয়ায় মোবাইল কোর্ট অভিযান ঝিনাইগাতী গারো পাহাড়ে নারীর লাশ উদ্ধার ফসিল গ্যাস উত্তোলনের হার জলবায়ু লক্ষ্য অর্জনকে বাধাগ্রস্ত করছে বন্দর চুক্তি বাতিলের চব্বিশ ঘন্টার আল্টিমেটাম মোমিন মেহেদীর গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত দক্ষিণ মহাসাগরে ৩০টিরও বেশি নতুন সামুদ্রিক প্রজাতি আবিষ্কার

পিতা হত্যার বিচার দাবিতে চার কন্যার

Md. Abdullah Al Mamun
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

পিতা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন নিহত আব্দুল আজিজের চার কন্যা। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে প্রেসক্লাবে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহতের মেয়ে আনিকা।

লিখিত বক্তব্যে আনিকা অভিযোগ করেন, টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের মাইস্তা নয়াপাড়া গ্রামে সেচ স্কিম বেদখলের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তাদের পিতা আব্দুল আজিজকে হত্যা করা হয়েছে। তিনি দাবি করেন, এ হত্যাকাণ্ডের নেপথ্যে রয়েছেন তাদের চাচাতো ভাই রুবেল, উজ্জল, এবং চাচা কাজিম উদ্দিন। ঘটনার পর কালিহাতী থানায় মামলা করা হলেও তারা প্রত্যাশিত সহযোগিতা পাচ্ছেন না বলেও জানান।

তিনি আরও বলেন, গত ১২ জানুয়ারি রাত ১১টার দিকে গ্রামের সেচ প্রকল্পের পাশে আবাদী জমিতে বিবাদীরা তাদের পিতার ওপর বেপরোয়া হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে ফেলে রেখে পালিয়ে যায় হামলাকারীরা। পরদিন সকাল ৮টার দিকে পুনরায় পিতার অবস্থা নিশ্চিত করতে এবং আবারও হামলা চালাতে ঘটনাস্থলে উপস্থিত হয় তারা। এ সময় উপস্থিত স্বজনরা বিবাদী পক্ষের কয়েকজনকে দৌড়ে পালাতে দেখেন।

আনিকা জানান, মুমূর্ষ অবস্থায় আব্দুল আজিজ হামলাকারীদের হিসেবে উজ্জল, আসাদুল ও রাজুর নাম উল্লেখ করেন। পরে তাঁকে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, টাঙ্গাইল জেনারেল হাসপাতাল এবং সেখান থেকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, চাচাতো ভাই রুবেলের সহযোগিতায় ও ‘প্রভাব খাটিয়ে’ বাবাকে নিউরোসায়েন্স হাসপাতালের স্ট্রোক ইউনিটে ভর্তি করা হয় এবং মৃত্যুর পর ‘টাকার বিনিময়ে’ ময়নাতদন্তের রিপোর্ট প্রভাবিত করা হয়। এ ঘটনায় পুলিশের সক্রিয় ভূমিকা না পাওয়ায় তারা অসহায় বোধ করছেন বলেও দাবি করেন চার বোন।

বিবাদী পক্ষের প্রভাবের কারণে থানা কর্তৃপক্ষও তাদের অভিযোগ যথাযথভাবে গ্রহণ করছে না বলে অভিযোগ করেন তারা। সংবাদ সম্মেলনে তারা পিতার হত্যা মামলার দ্রুত বিচার এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com