পিরোজপুরে জেলা যুবদলের পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি ঘোষণা হওয়ায় নতুন কমিটিতে নাম না থাকার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন জেলা যুবদলের পদবঞ্চিত নেতা কর্মীরা।
বুধবার (০২ জুলাই) দুপুরে শহরের পুরাতন ঈদগাহ মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি জেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা।
এ সময় উপস্থিত ছিলেন,জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক ইকবাল আহমেদ সবুজ,সাবেক সহ-প্রচার সম্পাদক রাব্বি হোসেন বেপারী, সাবেক ত্রাণ সম্পাদক মো: আলামিন, কোষাধ্যক্ষ মো: মুসা, সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শফিউল হায়দার অপু, ধর্ম বিষয়ক সম্পাদক মো. নয়ন উপস্থিত ছিলেন।
পদবঞ্চিত নেতারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে দলের জন্য পরিশ্রম ও ত্যাগ স্বীকার করলেও নতুন কমিটিতে তাদের স্থান দেওয়া হয়নি। এতে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। তারা বলেন, ত্যাগী ও যোগ্য নেতাদের বাদ দিয়ে যদি অবৈধ বা অযোগ্য ব্যক্তিদের দিয়ে কমিটি গঠন করা হয়, তাহলে তা দলকে ক্ষতিগ্রস্ত করবে।
পদবঞ্চিত নেতা-কর্মীরা কেন্দ্রীয় যুবদলের কাছে সুষ্ঠু তদন্ত করে যোগ্যদের নিয়ে কমিটি পুনর্গঠনের দাবি জানান। এছাড়া তৃণমূলের নেতাকর্মীদের মতামতকে প্রাধান্য দিয়ে আগামীর নেতৃত্ব গড়ে তোলার আহ্বান জানান তারা।