কালের সাক্ষী ইতিহাস ঐতিহ্য সংস্কৃতিতে ভরপুর নেএকোনা জেলার দুর্গাপুর উপজেলার বিরিশিরি পিসি নল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়।এই প্রতিষ্টানটি সৃষ্টির সুচনালগ্ন থেকে আজ অবধি তৈরি করেছে,ডাক্তার, ইন্জিনিয়ার,শিক্ষক, ব্যাংকার,কৃষক, দিনমজুর, রিকশাচলক,সৎ আদর্শান সমাজ সেবক মানবিক মানুষ।
এখান থেকে শিক্ষা নিয়ে শিক্ষার্থীগন ছড়িয়ে ছিটিয়ে আছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ দায়িত্বে।প্রতিষ্টানটির চমৎকার শিক্ষা ব্যাবস্থা ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে দুর্গাপুরে তথা নেএকোনা জেলায়। এই স্কুলের শিক্ষকগন নিয়মিত পাঠদান এর মাধ্যমে একজন ছাএকে উচ্চ শিক্ষিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
সর্ম্পতি একজন শিক্ষক অবসর নেন।উনার বিদায় কে কেন্দ্র করে সাবেক পিসিনলের ছাএগন সিদ্ধান্ত নেন সাবেক এই স্কুলের শিক্ষকদের একটি বিদায় মিলন মেলার আয়োজন করার।এবং ১৯৯০-২০২৪ সন পর্যন্ত সাবেক ছাএদের মিলনমেলার আয়োজন করার।২০০+ সাবেক ছাএদের মিলনমেলা আলোড়ন সৃষ্টি করেছে পুরো দুর্গাপুর উপজেলায়। উক্ত পুনর্মিলনী আগামী ১৯/৭/২৪ ইং তারিখে বিরিশিরি পিসি নল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।এই উপলক্ষে সাবেক শিক্ষার্থীগন,ঢাকা,রংপুর,সিলেট,বি বাড়িয়া,বগুড়া,সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গা থেকে প্রানের টানে একএিত হবেন।
এই উপলক্ষে শিক্ষার্থীগন একটি সুসংগঠিত কমিটির মাধ্যমে তাদের ৫০%কাজ শেষ করেছেন।এই অনুষ্ঠানটির মাধ্যমে এই প্রথম দুর্গাপুর উপজেলায় তথা নেএকোনা জেলায় এত বড় পুনর্মিলনী হচ্ছে।এত সুসংগঠিত সুন্দর পুনর্মিলনী পুর্বে নেএকোনা জেলা ও দুর্গাপুর উপজেলায় হয়নি।অনুষ্ঠানটি সাফল্য মন্ডিত করার জন্য কমিটির সিনিয়র সদস্যগন রাত দিন কঠোর পরিশ্রম করছেন।সকলের কাছে উনারা সহযোগিতা ও দোয়া চেয়েছেন, অনুষ্ঠানটি সুন্দর সাফল্য মন্ডিত করার জন্য।