প্রতি বছরের ন্যায় এবারও কাশিমপুর দারুল আমান হাতেমীয়া দরবার শরীফের গদ্দিনিশীন পীর সাহেব হযরত মওলানা সৈয়দ আহমদ শহিদ এর আহবানে,কুমিল্লা দারুল আমান দরবার শরীফের আলহাজ্ব হযরত মুহাম্মদ শাহ মাহমুদ সিদ্দিকী আল কুরাইশী পীর সাহেবের আগমন উপলক্ষে ১০ ও ১১ এপ্রিল বৃহস্পতি ও শুক্রবার পীরগঞ্জের কাশিমপুর দারুল আমান হাতেমীয়া দরবার শরীফ ময়দানে ৬১ তম বাৎসরিক ইসালে সওয়াব মাহফিল ভাব গম্ভীর আত্মাধিক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।দুই দিনব্যাপী এই দ্বীনি মাহফিলে বিশিষ্ট আলেম সমাজসেবী ও শিক্ষানূরাগীগণ উপস্থিত ছিলেন । মাহফিলে ইসলামী শিক্ষা আদর্শিক নির্দেশনা ও সমাজ গঠনে দ্বীনি প্রতিষ্ঠানের ভূমিকা তুলে ধরে দেশের প্রখ্যাত আলেমগণ গুরুত্বপূর্ণ বয়ান করেন । এ সময় ওয়াজিগন কুরআন সুন্নাহর আলোকে দ্বীন প্রচার, মুসলিম সমাজের উন্নয়ন ও নৈতিক শিক্ষা প্রসারের দায়িত্ব ও কর্তব্য তুলে ধরে দ্বীন ইসলামের পথে আহবান করেন । মাহফিলে কুমিল্লা দারুল আমান দরবার শরীফের আলহাজ্ব হযরত মুহাম্মদ শাহ মাহমুদ সিদ্দিকী আল কুরাইশী পীর সাহেব বিশ্ব উম্মার শান্তি মাগফিরাত ও কল্যাণ কামনায় এক বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন । মোনাজাতে হাজারো ধর্মপ্রাণ মুসলমান চোখের জলে সিক্ত হয়ে মহান আল্লাহ তা’য়ালার দরবারে দু’হাত তুলে আমিন আমিন বলে ময়দান মুখরিত করেন ।এ সময় মুসল্লিদের কান্নায় আকাশ বাতাস স্তব্ধ হয় । দুই দিনের এই মাহফিলে মাদ্রাসার ছাত্র,জাকেরণগণসহ এলাকাবাসী মাহফিলের গাড়ি বিনামূল্যে পার্কিংয়ের ব্যবস্থা করেন। সরে জমিনে জানা গেছে, অত্র দরবার শরীফের অর্থ, দান ও সময়ের প্রকৃত রক্ষক হিসেবে গদ্দিনিশীন পীর সাহেব হযরত মাওলানা আহমেদ শহিদ সার্বিক দায়িত্ব পালন করে চলেছেন। তাঁর নেতৃত্ব আরও সুদৃঢ় করুন এবং দ্বীনের খেদমতে তাঁকে দীর্ঘ হায়াত দান করুন । তিনি মুসলমানগণকে দ্বীনের পথে অবিচল থাকার বিশেষ দোয়া মোনাজাত করেন। কাশিমপুর দারুল আমান সিদ্দিকিয়া এতিমখানার ছাত্র বৃন্দ, মাদ্রাসার ছাত্রবৃন্দ,জাকিরীনগণ ও এলাকাবাসী মাহফিলের সার্বিক সহযোগিতা করেন।