ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বৈরচুনা সীমান্তের ৩৩৬/৬এস পিলারের ভারতের অভ্যন্তর হতে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ বাংলাদেশে ৬ জনকে পুশইন করার খবর পাওয়া গেছে। এসময় পীরগঞ্জ উপজেলার বৈরচুনা সীমান্তরক্ষী বিজিবির সদস্যরা তাদের আটক করে।
বর্ডার গার্ড বাংলাদেশ দিনাজপুর ব্যাটালিয়ন (৪২বিজিবি)র এক প্রেস বিঞ্জপ্তিতে জানানো হয়, নড়াইল জেলার কালিয়া থানার কালডাঙ্গা গ্রামের হাবিবুর রহমান এর ছেলে সজীব হোসেন (৩০), তার স্ত্রী খাদিজা খাতুন (৩০), ছেলে ইয়ানুর ইসলাম(৮) মেয়ে সাদিয়া খাতুন (১) । এবং নড়াইল জেলার কালিয়া থানার সাতবাড়িয়া গ্রামের সিদ্দিক মোল্লার ছেলে ইকরাম মোল্লা (৩১) ও তার মেয়ে কহিনুর বেগম(৩০) দেড় বছর পূর্বে কাজের সন্ধানে দালালদের মাধ্যমে সীমান্ত পেরিয়ে ভারতের মুম্বাই শহরে পারি জমায়। বিষয়টি জানতে পেরে মুম্বাই পুলিশ তাদের আটক করে, ৮/১০ দিন আটক রাখার পর শনিবার ভোরে তাদের বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে বৈরচুনা সীমান্তে পুশইন করেন। এ ঘটনা দিনাজপুর ব্যাটালিয়ানের (৪২ বিজিবি)’র পীরগঞ্জ উপজেলার বৈরচুনা সীমান্তরক্ষী বিজিবির সদস্যরা টের পেলে তাদের আটক করে। পরে ওই দিন বিকাল ৫টায় তাদের পীরগঞ্জ থানায় পুলিশের হাতে হস্তান্তর করেন।
পীরগঞ্জ থানার অফিসার ইনর্চাজ তাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তাদের পরিবারের কাছে তাদের হস্তান্তর করা হবে।