সমন্বিত উদ্যােগে, প্রতিরোধ করি দুর্যোগ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। ১৩ অক্টোবর সোমবার ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জে এই দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে সকাল ১১ টার সময় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর যৌথ আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত । শেষে ভূমিকম্প অগ্নিকাণ্ড বিষয়ক মহা প্রদর্শন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তারিফুল ইসলাম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতাকর্মী, এনজিও স্টাফ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক – শিক্ষার্থী সহ গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন ।