রংপুরের পীরগঞ্জের শানের হাট ইউনিয়নে দলিলকৃত সম্পত্তি জবর-দখল করে গাছ কাটার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। প্রতিবাদ করতে গেলে মারপিট-হুমকির শিকার হয়েছে ভুক্তভোগী পরিবার। এ ঘটনায় উপজেলার শানের হাট ইউনিয়নের রায়তী সাদুল্যাপুর গ্রামের ইসমাইল হোসেনের পুত্র শাকিল মিয়া বাদি হয়ে ১৩ জনের নামে থানায় মামলা দায়ের করেছে । যাহার মামলা নং ৩২ ৩২/৩ ভুক্তভোগী শাকিল মিয়া জানান,মৌজায় তার মাতা ছকিনা বেগম ক্রয় সূত্রে ০৬ খতিয়ানে ৯৩১ দাগে ০.৫ এবং ৯৪৮ দাগে o.৫ শতাংশ জমিতে বিভিন্ন প্রজাতির গাছের বাগান রয়েছে। তার এই জমিটি দখল করার জন্য দীর্ঘদিন যাবৎ প্রতিবেশী আসাদ মিয়ার পুত্র মোরশেদুল ইসলাম আব্দুর রউফ মিয়ার পুত্র আসাদ মিয়া, আশরাফুল সহ সন্ত্রাসী সাঙ্গোপাঙ্গরা ১৬ জুন/২৫ বিকেলে ১৬ই জুন বিকাল অনুমান ৫ টায় আসামিগণ পরস্পর যোগসাজশ করে দেশীয় অস্ত্র লাটিশোঠা, ধারালো ছোড়া,সাবোল, হাচুয়া, ইত্যাদি নিয়ে উক্ত গ্রামের পাকার মাথা নামক স্থানে ছোট পুলের উপর বাদী সহ তার বাবা ইসমাইল হোসেনকে পথরোধ করে এলোপাতাড়ি মারপিট করে । এতে ভুক্তভোগীগণ গুরুতর আহত হয়ে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত ও যখম হয়। ভুক্তভোগীর আত্মচিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে আসামিগণ বিভিন্ন ধরণের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে । এরই জের ধরে একইদিন রাতের আধারে আসামিগণ লাঠিসোটা ও দেশিও অস্ত্র দিয়ে উল্লিখিত তফসিল বর্ণিত সম্পত্তিতে অনধিকার প্রবেশ করে বাঁশগাছ,আমগাছ,সুপারিগাছ,কাঠাল গাছ সহ বিভিন্ন প্রজাতির প্রায় চার শতাধিক গাছ কেটে নিয়ে যায় । কর্তনকৃত গাছের মূল্য আনুমানিক ৫ লক্ষ টাকা মূল্য এলাকাবাসী সূত্রে জানা গেছে । ভুক্তভোগীদের আত্মচিৎকারে আশেপাশের লোক এগিয়ে আসলে আসামিগণ তান্ডব চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করে । এ সময় স্থানীয়রা ভুক্তভোগীদের প্রাথমিক চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। বর্তমানে হাসপাতাল থেকে সুস্থ্য হয়েও মামলার বাদি আসামিদের আতঙ্কে বাড়ি ফিরে যেতে পারছে না।”এ বিষয়ে মামলা তদন্ত কারী কর্মকর্তা এসআই শরিফুল ইসলাম বলেন মামলার বাদীগণ ক্রয়সূত্রে জমির মালিক গাছগুলো কাটা তাদের ঠিক হয়নি”। এ বিষয়ে বাদী ন্যায় ও সুষ্ঠু বিচারের জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছেন।