ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জুলাই আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ ও আহতের উদ্দেশ্য স্মরণসভা হয়েছে। আজ বুধবার বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ স্মরণ সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন।উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলমের সভাপতিত্বে এবং পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুল্লাহ’র সঞ্চালনায় বক্তব্য দেন, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, য়ুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, জামাতের আমীর বাবলুর রশিদ, সম্পাদক বাবুল ইসলাম ও নজরুল ইসলাম, পৌর যুবদল সভাপতি আতিকুর রহমান আতিক, বিএনপি নেতা আমিনুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক সাকিব আহম্মেদ সোহান, উম্মে নেওশিন আফরিন, রবিউল ইসলাম, ওয়াহিদ তানিম, মো. তারেক, জসীম উদ্দীন পরান, শামীম আহম্মেদ, কাজী ওবায়দুর রহমান মোমিনুল হক, শাখাওয়াত হোসেন প্রমুখ। অনুষ্ঠানে পীরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ও নির্যাতিতের পরিবার পরিজন সহ বিভিন্ন স্তরের মানুষ স্মরণসভায় অংশ নেন।