রংপুর পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের হাসার পাড়া গ্রামে মোবাইল চাওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্যকর শিশু বেলাল (১২) হত্যাকারীর ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী ও স্বজনরা। গ্রেপ্তারকৃত খুনি বিটুল (২৫) ও সহযোগীদের দ্রুত ফাঁসির দাবিতে গত ২৮ এপ্রিল সোমবার এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকাবাসি সহ কয়েক শতাধিক ছাত্র ও জনতা অংশ নেন। তারা বিভিন্ন ব্যানার ফেস্টুন হাতে স্লোগান দিয়ে মিছিল শুরু করেন। পরে বিক্ষোভকারীরা খয়ের বাড়ী দাখিল মাদ্রাসার সামনে গিয়ে অবস্থান নেন। সেখানে বক্তব্য রাখেন,বেলালের শোকাহত মা–বাবাসহ খয়ের বাড়ি মাদ্রাসার শিক্ষক নুরুল ইসলাম, শাহিন মিয়া, পলাশ প্রধান, রেজাউল ইসলাম প্রমুখ। বক্তারা জানান, বেলাল হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হলে পুলিশ খুনি বিটুলসহ ৬ জন সহযোগী আসামিদের গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেন। আসামিরা দুর্ধর্ষ সন্ত্রাসী ও খুনি । খুনি বিটুল পূর্বেও শিশু হত্যাকারীর প্রধান আসামি । জামিনে মুক্তি পেয়ে এলাকায় আবারো প্রকাশ্য দিবালয়ে শিশু হত্যা করেছে। এমন দুর্ধর্ষ খুনি এবারও জামিনে মুক্তি পেলে ভুক্তভোগী পরিবার ও স্বজনদের প্রাণনাশের শঙ্কায় এলাকাবাসী। মানববন্ধনে বক্তারা ২৪ ঘন্টার মধ্যে খুনি বিটুল সহ সহযোগীদের ফাঁসির দাবি জানিয়েছেন। বক্তারা বলেন খুনিরা জামিনে মুক্তি পেলে নতুন করে আবারো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। তাই তাদের মুক্তি না দিয়ে দ্রুত ফাঁসি কার্যকর করার দাবি জানিয়েছেন। বেলাল হত্যা মামলার প্রধান আসামি হত্যাকারী বিটুল সহগ্রেফতারকৃত মদদদাতাদের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের দাবি জানান। তারা সতর্ক করে দিয়ে বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি আসামিদের ফাঁসি কার্যকর করা না হয়, তবে তারা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।