1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কর্তৃক বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন জাতীয়তাবাদী যুবদল ফেনী শাখার নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দের পরিচিতি সভা সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগ (সিরাজগঞ্জ) তাড়াশ ইউপি সদস্যের বিরুদ্ধে রাণীশংকৈল প্রেসক্লাবে সাবেক সভাপতি মোবারক আলী’র মায়ের ইন্তেকালের পর দাফন সম্পন্ন প্রশিক্ষণ প্রাপ্ত সেবায়েত ও পুরোহিতদের সাথে মতবিনিময় বোচাগঞ্জে ৬ আ. লীগ নেতা গ্রেফতার স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে হাফিজ ইব্রাহিমের নামে মিথ্যাচার- দৌলতখানে সংবাদ সম্মেলন বাংলা লোকসংগীতের শিল্পী, লালনসাধনার অঙ্গনে এক উজ্জ্বল নক্ষত্র ফরিদা পারভীন অসুস্থ সকলের কাছে দোয়া চান নীলফামারীতে সাংবাদিক হামলার শিকার হলেও পায়নি আইনি সহায়তা দেশের অভ্যন্তরে সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি

পীরগঞ্জে সোহেল রানা হত্যা খুনি মনিরুলের ফাঁসির দাবিতে মানববন্ধন

তারিকুল ইসলাম তারিক
  • প্রকাশের সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে
পীরগঞ্জে সোহেল রানা (২৫) হত্যা মামলার প্রধান আসামী মনিরুলের ফাঁসির দাবিতে দু’শতাধিক নারী-পুরুষ মানববন্ধন করেছে। গতকাল রোববার দুপুরে পীরগঞ্জ প্রেসক্লাবের সামনে ওই মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বক্তব্য রাখেন।
উপজেলার মদনখালী ইউনিয়নের বড়ফলিয়া গ্রামের শহিদুল ইসলামের সাথে একই গ্রামের মনিরুল ইসলামের ৩০ শতক জমি নিয়ে বিরোধ চলছে। গত ৩০ জুন শহিদুল তার ছেলে সোহেল রানাকে নিয়ে তাদের জমিতে কলা কাটতে গেলে মনিরুল গং হামলা করে। এ সময় সোহেল রানাকে প্রতিপক্ষের মনিরুল ইসলাম সহ অন্যান্যরা বেধড়ক পেটায়। পরে আহত সোহেল রানাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ৩ জুন বিকেলে তিনি মারা যান। জানা যায়, সোহেল রানা ৫ মাস আগে বিয়ে করেন। ওই ঘটনায় পুলিশ প্রধান আসামী মনিরুল ইসলামকে গ্রেফতার করেন।
গতকাল রোববার বড় ফলিয়া গ্রামবাসীর ব্যানারে দু’শতাধিক নারী-পুরুষ পীরগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। এ সময় নিহত সোহেল রানার বাবা-মা এবং স্ত্রী (নববধূ) কান্নায় উপস্থিত জনতা আপ্লূত হয়ে পড়েন। মানববন্ধনে বক্তব্য রাখেন, রংপুর- (৬) আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা নুরুল আমীন, পীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি সাইফুল আজাদ, উপজেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান, বিএনপি নেতা শাহজাহান আলী, ব্যবসায়ী রাসেল মিয়া, নিহত সোহেল রানার বাবা শহিদুল ইসলাম, মা মরিয়ম বেগম, নববধূ জান্নাতুল ফেরদৌস, মদনখালী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আবুল কাশেম ও সাজু মিয়া সহ আরও অনেকে।
বক্তাগণ বলেন, শুধু মামলার প্রধান আসামী মনিরুল কে গ্রেফতার করা হয়েছে। আমরা তার ফাঁসি চাই। সেই সাথে এজাহারনামীয় অন্যান্য আসামিদের গ্রেফতারের দাবী জানাচ্ছি।
মামলাটির তদন্ত কর্মকর্তা এসআই কামরুল ইসলাম বলেন, মুল আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামি গ্রেফতারে অভিযান চলছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com