ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ২০২৫-২৬ অর্থ বছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় পীরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে গত ২০ নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৪টায় ক্ষুদ্র ও প্রান্তিক তিন হাজার কৃষকের মাঝে মাথা পিছু ২০ কেজি গম বীজ, ২০ কেজি রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান, অত্র অধিদপ্তরের উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা নিহার রঞ্জর রায় সহ প্রমুখ। সরকারী কৃষি প্রণোদন হিসেবে পিছিয়ে পড়া কৃষক কে স্বাবলম্বী গড়ে তোলা মুল লক্ষ্য।