রংপুরের সুন্দরগঞ্জ থেকে বদরগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস পীরগাছা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেলে অন্তত ১৫ জন আহত হয়েছেন এবং তিন জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় একটি ছোট শিশু নিখোঁজ রয়েছে। বাসটির যাত্রীরা একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন বলে জানা গেছে।
গতকাল ৯ই জুলাই রাত আনুমানিক ১১টার দিকে পীরগাছা রোডের বেলতলী বাজারের পাশে পূর্ব পারুল বানিয়াপাড়া জামে মসজিদের সংলগ্ন পুকুরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাসটি অন্য একটি বাসকে সাইড দিতে গিয়ে রাস্তার ভাঙা অংশে চলে যায়। ওই অংশের নিচে নরম বালি থাকায় বাসের সামনের বাম চাকা স্লিপ করে পুকুরে পড়ে যায় এবং বাসটি উল্টে যায়।
খবর পেয়ে পীরগাছা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। ঘটনাস্থলে বিপুল সংখ্যক উৎসুক জনতা ভিড় করে। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস কর্মীরা উল্টে যাওয়া বাসটিকে সোজা করতে সক্ষম হন। এরপর বাস ও পুকুরের আশেপাশে নিখোঁজ শিশুর সন্ধানে তল্লাশি চালানো হয়। তবে এখন পর্যন্ত শিশুটির কোনো খোঁজ মেলেনি।
আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে গুরুতর আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
জানা গেছে, দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীরা সবাই হিন্দু ধর্মাবলম্বী এবং তারা একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন। দুর্ঘটনার পরপরই বাসের চালক, হেলপার এবং সুপারভাইজার পালিয়ে গেছে।
ফায়ার সার্ভিস এবং পুলিশ জানিয়েছে, তারা ঘটনার তদন্ত করছেন এবং নিখোঁজ শিশুটিকে উদ্ধারের সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন।