বাংলাদেশে পুতুল নাচের ঐতিহ্য অনেক প্রাচীন। কিন্তু কালের বিবর্তনে পুতুল নাচের জৌলুস এখন আর আগের মতো নেই। সারা বাংলায় এই ঐতিহ্য এখন বিলুপ্ত প্রায়।
আজ মঙ্গলবার (২৬ শে মার্চ) স্বাধীনতা দিবস উপলক্ষে হরিরামপুর উপজেলা প্রসাশন আয়োজিত অনুষ্ঠানে শিশু শিক্ষার্থীদের দিয়ে পুতুলের আদলে অসাধারণ নৃত্য প্রদর্শন করা হয়। যা মুহুর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
অনুষ্ঠানে আন্ধারমানিক মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই পুতুল নাচে অংশগ্রহণ করে। শিশু শিক্ষার্থীরা পায়ের আঙুলের সঙ্গে হাতে সুতো বেঁধে, মাথায় ঘুমটা দিয়ে ও গায়ে বাঙালিয়ানা পোশাক পরিধান করে নাচ প্রদর্শন করে।
সেই নাচের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়লে তা দেখে সুধীজনরা প্রশংসা করছেন। অনেকেই বলছেন পুতুলের আদলে শিশুদের এই নাচ নতুন প্রজন্মের সঙ্গে পুতুল নাচের পরিচয় করিয়ে দিচ্ছে।
তিনি আরও বলেন, গ্রাম বাংলার এই ঐতিহ্য তুলে ধরার জন্য আমার দুই সহকর্মী শুভ্রা রায় এবং সামসুন্নাহার আজকের এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের দিয়ে আমাদের হারানো ঐতিহ্য ফুটিয়ে তুলেছেন। আমি যখন শুনলাম তারা এটি করবে তখন বললাম এটা খুবই ভালো আইডিয়া। এই অনুষ্ঠানের মাধ্যমে হারানো ঐতিহ্যকে যেন বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে পারি সেজন্যই আমাদের এই প্রচষ্টা। আমার বিদ্যালয়ের প্রায় ৩০ জন মেয়ে শিক্ষার্থী এই পুতুল নাচে অংশগ্রহণ করে।