ইটনা থানার আওতাধীন এলাকায় বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
যারা এখনো আবেদন করেননি, তাড়াতাড়ি আবেদন করে ফেলুন
আবেদনের শুরুর সময় :এখন থেকেই
আবেদনের স্হান: নিধারিত কেন্দ্র
পদ: ট্রেইনি রিক্রুট কনস্টেবল (TRC)
শারীরিক ও লিখিত পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে।
ইটনা বাসীদের প্রতি বিশেষ আহবান -দেরি না করে প্রস্ততি নিন এবং আবেদন করুন।