ঢাকা, ২৯ এপ্রিল: আজ রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে তিন দিনব্যাপী ‘পুলিশ সপ্তাহ-২০২৫’ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি পুলিশ বাহিনীর বিভিন্ন স্তরের সদস্যদের কৃতিত্বের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পদক প্রদান করেন।
এই অনুষ্ঠানে “বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)” পদক গ্রহণ করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)-এর কমিশনার জনাব হাসিব আজিজ। একই সঙ্গে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মোঃ আসফিকুজ্জামান আকতারকেও “বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)” প্রদান করা হয়।
উল্লেখ্য, পুলিশ সপ্তাহের এই বিশেষ সম্মাননা পুলিশের বিভিন্ন স্তরের সদস্যদের দক্ষতা, সেবা এবং বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়।