পুষ্টি বিষয়ক কর্মশালা ২০২৫ (৩য় ধাপ) উদযাপন উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (১৫ অক্টোবর ২০২৫) উপজেলা পরিষদ সভাকক্ষে পুষ্টি বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার তরুন কুমার পাল, মো: বেলায়েত হোসেন সহকারী কমিশনার (ভূমি), এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা, অফিসার ইনচার্জ (ওসি), উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং অন্যান্য কর্মচারীবৃন্দ।
কর্মশালায় বক্তারা শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি ও সুষম খাদ্যের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, পুষ্টিকর খাদ্য গ্রহণ শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক, যা ভবিষ্যতের প্রজন্মকে আরও সক্ষম ও মেধাবী করে গড়ে তুলবে।
উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিবৃন্দ কর্মশালার সফল বাস্তবায়নের জন্য উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।