গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জের কাশিয়ানী থানার পোনা বাস স্ট্যান্ড থেকে এক মাদক চোরা চালানকারীকে গ্রেফতার করেছে কাশিয়ানীর ভাটিয়াপাড়ার রেপিট একশন র্যাব ০৬ গ্রেফতারকৃত বাড়ি কুমিল্লা জেলার মো: সাইফুল ইসলাম লিটন(২৪)
পিতাঃ মো:আলম সরকার মাতা নাসিমা বেগম গ্রাম ঘোড়াশাল (মৃত ফজলুর রহমান সরকারের বাড়ি) ইউনিয়ন মুরাদনগর থানা মুরাদনগর জেলা কুমিল্লা।
এস এম রেজাউল হক অতিরিক্ত পুলিশ সুপার
ক্যাম্প কমান্ডার
ভাটিয়া পাড়া র্যাব ক্যাম্প
র্যাব ০৬, খুলনা এর নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল।
চোরাচালানকারীর বিরুদ্ধে কাশিয়ানী থানা একটি মামলা করা হয়েছে ১৯/১১/২০২৫
১৮২০ ঘটিকা
মামলা নং কাশিয়ানী থানার ২৯
তারিখ ১৯./১১/২০২৫
ধারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণি ১০(ক)।