1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
পরশুরামে মিশন হেল্প ফাউন্ডেশনের উদ্যোগে ১৩ নারীকে সেলাই মেশিন উপহার মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছেন ঢাকা মেডিকেল হাসপাতালে সিলেটের কালিগঞ্জ এম ইলিয়াস আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডোমারে অবৈধভাবে স্কুলের গাছ কাটার অভিযোগ উঠেছে স্কুল সভাপতি এর বিরুদ্ধে বাগাতিপাড়ায় ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক‍ টংকাবতী খালের করাল গ্রাসে উত্তর আমিরাবাদ গ্রামবাসী পৌর বিএনপির সরিষাবাড়ীতে দ্বিবার্ষিক সম্মেলন, সভাপতি শাহিন, সম্পাদক পিন্টু মিঠাপুকুর উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি গোলাম রব্বানী,সম্পাদক মোতাহারুল ইসলাম নিক্সন দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার ১নং নাফানগর ইউনিয়নের আমের দাম কম, কৃষকের মুখে হতাশা কয়রায় সাংবাদিকদের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন: ক্ষোভ ও সমালোচনার ঝড় সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধে থানায় মিথ্যা অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন

পৌর বিএনপির সরিষাবাড়ীতে দ্বিবার্ষিক সম্মেলন

শফিকুল ইসলাম
  • প্রকাশের সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে
শনিবার দুপুরে জামালপুরে সরিষাবাড়ী পৌরসভার সরিষাবাড়ী আর বিএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পৌর বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলন উদ্বোধন করা হয়।
      উপজেলা বিএনপি ও পৌর বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, ২০০৯ সালে সরিষাবাড়ী পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সম্মেলনে আব্দুল বারী সভাপতি ও আশরাফউদ্দিন ফকির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। ১৭ বছর পর আজ শনিবার পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উদ্বোধন করা হয়।
        উদ্বোধক হিসেবে সম্মেলন উদ্বোধন করেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার। সম্মেলনে সভাপতিত্ব করেন পুরো বিএনপির সভাপতি উপাধ্যক্ষ আব্দুল বারী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলি মামুন। অন্যদের মধ্যে বক্তব্য দেন জামালপুর শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, খন্দকার আহসানুজ্জামান, সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহমেদ। দ্বি-বাসিক সম্মেলনে সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান।
প্রথম পর্যায়ে আলোচনা শেষ করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে।
       সভাপতি পদে ফয়জুল কবির তালুকদার, গোলাম রব্বানী , সাধারণ সম্পাদক পদে সাবেক সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন ফকির ও জহুরুল ইসলাম পিন্টু প্রতিদ্বন্দ্বিতা করছেন।
       জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার বলেন, দুই যুগ পর সরিষাবাড়ী পৌর বিএনপির দ্বীপ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এতে  পৌরসভার নয়টি ওয়ার্ডের ৬৩৯ জন ভোটার মোট গ্রহনের অংশগ্রহণ করছেন।
      এ রিপোর্ট পাঠানো পর্যন্ত ভোটগ্রহণ চলতেছিল।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com