১৭ বছর পর গত শনিবার দিনব্যাপী জামালপুরে সরিষাবাড়ী পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন সরিষাবাড়ী আরডিএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে ভোটের মাধ্যমে সভাপতি ও সেক্রেটারি নির্বাচিত হয়েছে। সরিষাবাড়ী পৌর বিএনপি’র সভাপতি পদে ফয়জুল কবির তালুকদার শাহীন ও সাধারণ সম্পাদক পদে জহুরুল ইসলাম পিন্টু নির্বাচিত হয়েছেন। উপজেলা বিএনপির দলীয় সূত্রে জানা গেছে,২০০৯ সালে সরিষাবাড়ী পৌর বিএনপির সম্মেলন হয়েছিল। সম্মেলনে আব্দুল বারী সভাপতি ও আশরাফ উদ্দিন ফকির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। দীর্ঘ ১৭ বছর পর সরিষাবাড়ী পৌর বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলন সরিষাবাড়ী আরডিএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন উদ্বোধন করেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ওয়ারেস আলী মামুন। সম্মেলনে সভাপতিত্ব করেন পৌর বিএনপি’র সভাপতি উপাধ্যক্ষ আব্দুল বারী। দিনব্যাপী সম্মেলনে আলোচনা সভা শেষে রাতে পৌরসভার নয়টি ওয়ার্ডের ৬৩৯ এতজন ভোটার অংশগ্রহণ করেন। ভোট গ্রহণ শেষে পৌর বিএনপির সভাপতি পদে ফয়জুল কবির তালুকদার শাহীন ৩৭১ ভোটে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে জহুরুল ইসলাম পিন্টু ৩৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ভোট শেষে রাতে জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম, বিজয়ী প্রার্থী সাহিনু পিন্টুর নাম ঘোষণা করেন।