আজ ১৭/১২/২৪ ইং তাড়াশ উপজেলা সমাজসেবা প্রাঙ্গণে গণ উন্নয়ন কেন্দ্র জি ইউ কে (GUK )এর উদ্যোগে প্রতিবন্ধী শিশুদের সুবর্ণ নাগরিক কার্ডের জন্য আবেদন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন তাড়াশ উপজেলার ইউএনও সুই চিং মং প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন প্রতিবন্ধী শিশুরা কারো বোঝা নয় সরকার তাদের দায়িত্ব নিয়েছেন এবং নিবেন তারই ধারাবাহিকতায় গণ উন্নয়ন কেন্দ্র জিইউকের উদ্যোগে প্রতিবন্ধী শিশুদের সুবর্ণ নাগরিক কার্ড প্রদান করা হচ্ছে। এই কার্ডের মাধ্যমে প্রতিবন্ধী শিশুরা সরকারের দেওয়া বিভিন্ন রকমের সুযোগ সুবিধা ভোগ করবেন। প্রতিবন্ধী শিশুদের অভিভাবকদের উদ্দেশ্যে তিনি আরো বলেন একজন সুস্থ সবল মাদকাসক্ত সন্তানের চেয়ে একজন প্রতিবন্ধী সন্তান অনেক ভালো তাই আপনারা কখনো আপনাদের প্রতিবন্ধী শিশুদের সাথে অস্বাভাবিক আচরণ করবেন না। উক্ত অনুষ্ঠানে প্রতিবন্ধী শিশুদের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।