কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার বৌলাই ইউনিয়নের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রতিভা কোচিং সেন্টারের উদ্যোগে এসএসসি ও দাখিল ২০২৫ সালের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিনার (৪ এপ্রিল ২০২৫) সকাল ১০ ঘটিকায় কাঠালিয়া গ্রামে প্রতিভা কোচিং সেন্টার আয়োজিত এ অনুষ্ঠানে পরিচালক হোসাইন আহমেদ রায়হান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিনারাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো. আব্দুর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী, অবসরপ্রাপ্ত শিক্ষক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী, অভিভাবক এবং কোচিং সেন্টারের অভিজ্ঞ শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত ও গজল পরিবেশন করা হয়। এরপর বিদায়ী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও উপহার প্রদান করা হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন — “সুশিক্ষিত ও নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমেই জীবনে সাফল্য অর্জন সম্ভব।”
অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বিদায়ী শিক্ষার্থীদের জন্য শুভকামনা জানান এবং তাদের আগামীর পথচলায় সুন্দর ভবিষ্যৎ কামনা করেন।
অনুষ্ঠান শেষে প্রতিভা কোচিং সেন্টারের পরিচালক হোসাইন আহমেদ রায়হান সকল শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের উপহার হিসেবে বই তোলে দিয়ে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পরিশেষে বিদায়ী শিক্ষার্থীদের মঙ্গল ও সাফল্য কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
অনুষ্ঠানটি ছিল অত্যন্ত প্রাণবন্ত, আবেগঘন ও সুন্দরভাবে সাজানো।