পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং ফলের চাহিদা পূরণে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ১৫০ জন শিক্ষার্থীদের মাঝে উন্নত জাতের ফলজবৃক্ষ আম এবং ডালিমের চারা বিতরণ করা হয়েছে।
সম্পূর্ণ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যাশিত সিরাজগঞ্জ’র উদ্যোগে আজ সোমবার সকাল ১১ টায় উল্লাহপাড়া
তালিমুল কোরআন ক্যাডেট মাদরাসা প্রাঙ্গণে এ ফলের চারা বিতরণ করা হয়।
বৃক্ষ বিতরণ শেষে সিরাজগঞ্জ সদরের কোবদাসপাড়ার ক্যান্সারে আক্রান্ত এক রোগীকে নগদ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এ বিষয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক নূর-এ-আজম সিদ্দিক বলেন, জলবায়ু বিপর্যয় থেকে রক্ষার জন্য আমরা এই বৃক্ষ বিতরেণর উদ্যোগ নিয়েছি। আমরা প্রত্যাশিত সিরাজগঞ্জ এর পক্ষ থেকে এই বর্ষা মৌসুমে প্রত্যেককে কমপক্ষে ২ টি করে বৃক্ষ রোপনের আহ্বান জানাচ্ছি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনটির উপদেষ্টা মো. আরিফুর রহমান, মো. আরিফ হোসেন, সভাপতি মো. হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক নূর-এ-আজম সিদ্দিক, কোষাধ্যক্ষ মো. ইসমাইল হোসেন, নির্বাহী সদস্য মো. শাহাদৎ হোসেন সহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, সংগঠনটি ২০১৮ সাল থেকে ঈদ খাদ্য উপহার বিতরণ, ত্রাণ বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প, শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপনসহ নানা রকম সমাজকল্যাণমূলক কাজ করে আসছে।