চট্টগ্রামে লোহাগাড়া উপজেলায় ১ জুলাই (মঙ্গলবার) সকালে নবাগত উপজেলা রিসোর্স সেন্টার (ইউআরসি) ইন্সট্রাক্টর জনাব বিজন কুমার বালা রশিদের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২ জুলাই (বুধবার) সকালে পশ্চিম আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শন কালে তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয় হল একটা জাতির শিক্ষা গ্রহণের মূল চালিকা শক্তি,আর এই চালিকা শক্তি পরিচালনা করেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। তিনি রশিদের পাড়া ও পশ্চিম আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকের কর্মকাণ্ডের উপর সন্তোষ প্রকাশ করেন এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিখনমান যাচাইয়ের ব্যাপারে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তিনি আরো বলেন, প্রত্যেক শিক্ষার্থীর মানসিক ও নৈতিক বিকাশে শিক্ষকের ভূমিকা অপরিসীম। এসময় রশিদের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব রফিক আহমদ, সহকারী শিক্ষক জনাব মুর্শেদা বেগম, মহাম্মদ রফিক উদ্দিন,,জনাব টিংকু রানী দাশ ও জনাব রাতুল ভট্টাচার্য, পশ্চিম আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব অনুপ কুমার ভট্টাচার্য, জনাব মোতাহেরা বেগম, জনাব নবেন্দু পারিয়াল,জনাব ইশরাত জাহান, জনাব জয়নাব বেগম, ও জনাব সাজেদা বেগম উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বিজন কুমার বালা গত ১৬ জুন ইউআরসি, লোহাগাড়া উপজেলায় ইন্সট্রাক্টর পদে যোগদান করেন। এর আগে তিনি বাগেরহাট জেলায় ফকির হাট উপজেলায় সহকারী ইন্সট্রাক্টর পদে কর্মরত ছিলেন।